ফটো ফিচার

শহীদ মিনারে মাশরাফি আর মেসির অবকাশ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিবারকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে গেছেন মাশরাফি বিন মুর্তজা। প্রাণের শহর বার্সেলোনায় ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। ঘোরাঘুরিতে দারুণ সময় পার করেছেন লেভানডফস্কি, আনহেল দি মারিয়া ও মারনাস লাবুশেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়ে নিজেরাই যেন বাচ্চা হয়ে গেলেন রবার্ট লেভানডফস্কি ও তাঁর স্ত্রী আনা। ক্যাপশনেও লিখেছেন সেই কথা, ‘আমরা নিশ্চিত না এটা আমাদের জন্য নাকি আমাদের বাচ্চাদের জন্য বেশি আনন্দের ছিল’
কথা নয় মুখে মুখে—এই ছবির সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে যেন সব বলে দিলেন ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান
এই ছবি পোস্ট করে ফ্লিয়াতে দারুণ একটি দিন কাটানোর কথা জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়া
কেক সাজিয়ে ছেলের ১৪তম জন্মদিন পালন করছেন সের্হিও আগুয়েরো। ছেলেকে ভালোবাসার কথাও জানিয়েছেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড
টেস্ট সিরিজের অবসরে পরিবার নিয়ে ভারতের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারনাস লাবুশেন
স্ত্রী দেভিশা শেঠির সঙ্গে হাস্যোজ্জ্বল ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদব
ছুটি কাটাতে লিওনেল মেসি এখন প্রাণের শহর বার্সেলোনায়। বন্ধু জর্দি আলবা ও সার্জিও বুসকেটসকে সঙ্গে নিয়ে রাতে ঘুরতেও বেরিয়েছেন মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিবার নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও তাঁর পরিবার