ফটো ফিচার

হাফিজের সমুদ্রবিলাস আর হলান্ডের একটুখানি ঘুম

একটু ফুসরত পেয়েই খানিক সময় ঘুমিয়ে নিচ্ছেন আর্লিং হলান্ড। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ করছেন সমুদ্রবিলাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
পিপির ‘বিগ থার্টি’! ছবিটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন পিপি মানে পল পগবা। আর বিগ থার্টি মানে তাঁর জন্মদিন। জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডারের জন্মদিন ছিল গতকাল। বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন
ক্রিকেট থেকে একটু অবসর। ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভাল্ড ব্রেভিস
অবসর কাটাতে স্ত্রীকে নিয়ে বরফের রাজ্যে জর্দি আলবা
মোহাম্মদ হাফিজের সমুদ্রবিলাস। ঘুরতে গেছেন দোহার ব্যানানা দ্বীপে
শুধু খেলা আর খেলা—ইউরোপিয়ান ফুটবলে খেলা ফুটবলারদের ব্যস্ততা থাকে সপ্তাহজুড়ে। এর ফাঁকেই নিজেদের সতেজ করে নিতে হয়। একটু ফুসরত পেয়েই যেমন খানিক সময় ঘুমিয়ে নিচ্ছেন আর্লিং হলান্ড। ঘুমের সময়েও ফুটবলটা সঙ্গেই রাখছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার