ফটো ফিচার

সেনা মহড়ায় নিরাপত্তার চাদরে ঢাকা মিরপুর

বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। এ উপলক্ষে আজ প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। মহড়ার বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক।
সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তা মহড়ার প্রস্তুতি চলছিল তখন
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেমে আসে সেনাবাহিনীর উদ্ধারকারী হেলিকপ্টার
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিনকে (কালো টি শার্ট পরিহিত) নিয়ে সেনা মহড়া পরিদর্শন করছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস
নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণ করছেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের দুই সদস্য
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়
হামলাকারীদের (প্রতীকী অর্থে) লক্ষ্য করে গুলি চালাচ্ছেন সেনাসদস্যরা
মহড়ায় ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরাও
ড্রেসিংরুমে অভিযান চালাতে যাচ্ছেন সেনাসদস্যরা
আটকে পড়া ব্যক্তিদের (প্রতীকী অর্থে) উদ্ধার করে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী
সেনাসদস্যদের পাশেই ঘটল বিস্ফোরণ। ধোঁয়া ছড়িয়ে পড়েছে সবদিকে
খেলোয়াড়দের উদ্ধার করে (প্রতীকী অর্থে) নিরাপদে হেলিকপ্টারের দিকে নিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা