বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। এ উপলক্ষে আজ প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা মহড়া। মহড়ার বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক।