ফটো ফিচার

মিরাজরা ব্যস্ত অনুশীলনে, সাব্বির ঘুরছেন ইউরোপে

বাংলাদেশের সামনে ইংল্যান্ড-চ্যালেঞ্জ। মেহেদী হাসান মিরাজরা তাই কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অনুশীলনে ব্যস্ত। আপাতত জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ঘুরে বেড়াচ্ছেন ইউরোপে। ফ্রান্সের পর এখন তিনি জার্মানিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো তারকাদের ছবি দেখুন ফটোফিচারে—
বাবা হিসেবে তিনি যে খারাপ নন, ছবিটি দিয়ে মাউরো ইকার্দি সেটাই প্রমাণ করতে চেয়েছেন। এ ছবি দিয়ে গালাতাসারাইয়ের আর্জেন্টাইন ফুটবলার লিখেছেন, ‘কোনো সন্দেহ নেই যে ওয়ান্দা অসাধারণ একজন মা। কিন্তু তাকিয়ে দেখুন, আমার সঙ্গে থেকে ওদের আনন্দটা আরও বেশি।’
সেরেনা উইলিয়ামস যে ফ্যাশনপ্রিয়, তা সবারই জানা। এ পোশাক পরে ছবিটি দিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস খেলোয়াড় লিখেছেন, ‘আমার হাতায় হৃদয়।’
গুণবতী নারীদের নিয়ে একটা কথা প্রচলিত আছে, যে চুল বাঁধে, সে রাঁধতেও জানে। মায়াঙ্ক আগরওয়ালের ছবিটি দেখে অনেকেই হয়তো বলবেন, যে ক্রিকেট খেলে, সে শিশু লালনপালনও করতে পারে!
বাংলাদেশের সামনে ইংল্যান্ড–চ্যালেঞ্জ। মেহেদী হাসান মিরাজরা তাই কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অনুশীলনে ব্যস্ত
আপাতত জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ঘুরে বেড়াচ্ছেন ইউরোপে। ফ্রান্সের পর এখন তিনি জার্মানিতে। ছবিটি জার্মানির এক শহরেরই