ফটো ফিচার

লরিয়াস অ্যাওয়ার্ডের রাতে তারার হাট আর বাবর যখন ফুটবলার

মাদ্রিদে লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বসেছিল তারার হাট। পাকিস্তান দলের অনুশীলনে ফুটবল খেলে ঘাম ঝরালেন অধিনায়ক বাবর আজম। ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে আজকের এই আয়োজন—
নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে ৫ ম্যাচ বাকি থাকতেই ইতালিয়ান সিরি ‘আ’ জিতে নিয়েছে ইন্টার মিলান। ২০তম বারের মতো লিগ শিরোপা জেতা ইন্টার ২০ লেখা বোর্ড নিয়ে উদ্‌যাপন করেছে
তেলেগু সিনেমার অভিনেতা মহেশ বাবুর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে অস্ট্রেলিয়া ও সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স লিখেছেন, ‘টলিউড রাজপুত্রের সঙ্গে দারুণ এক বিকেল কাটল’
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যান মুশতাক আহমেদ
লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডে পঞ্চমবার বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়ে কিংবদন্তি রজার ফেদেরারকে ছুঁয়ে ফেলেছেন নোভাক জোকেভিচ। পুরস্কার হাতে সার্বিয়ান টেনিস তারকার উদ্‌যাপনটাও ছিল দেখার মতো
স্পেনকে বিশ্বকাপ আর বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছেন আইতানা বোনমাতি। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতিটা পাওনাই ছিল
যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ইকার ক্যাসিয়াস। ছবিটি পোস্ট করে ক্যাসিয়াস লিখেছেন, ‘এ রকম দিন আরও চাই’
বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি–টোয়েন্টি খেলবে পাকিস্তান। ম্যাচ সামনে রেখে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলনে সতীর্থদের সঙ্গে ফুটবল খেলে ঘাম ঝরিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম
অনেকেই বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের মতো করে উদ্‌যাপন করেন। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জুড বেলিংহামকে পেয়ে বোল্ট এবার বেলিংহামের উদ্‌যাপনে ভঙ্গিতে পোজ দিয়েছেন