হেডিংলিতে ইংল্যান্ডের পেস আক্রমণ
হেডিংলিতে ইংল্যান্ডের পেস আক্রমণ

ফটো ফিচার

অ্যান্ডারসন-ব্রডরা যখন ভিন্ন ভূমিকায়

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
স্ত্রী কোনোদিন মাঠে বসে রাগবি ম্যাচ দেখেননি এর আগে। এবি ডি ভিলিয়ার্সের আশা, এটিই তাঁর শেষ মাঠে বসে দেখা ম্যাচ হবে না!
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। দেশটির আদিবাসীদের পবিত্রস্থান উলুরুতে বিশ্বকাপের ট্রফি হাতে স্কট বোল্যান্ড। ট্রফি ট্যুরের অংশ হিসেবে সেখানে গিয়েছিলেন বোল্যান্ড, যিনি অস্ট্রেলীয় ছেলেদের মধ্যে মাত্র দ্বিতীয় আদিবাসী টেস্ট ক্রিকেটার
পিকি ব্লাইন্ডার্সের সাজে হরভজন সিং
ক্যান্ডিড মুডে শোয়েব মালিক
‘আমরা সবাই অদ্ভুত’, ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের সঙ্গে এ ছবির ক্যাপশনে লিখেছেন ঋষভ পন্ত। অবশ্য কমেন্টে কিষান লিখেছেন, ‘না ভাই, তোমার জাতটাই আলাদা’
বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, তবে শোবিজ জগতে সৌরভ গাঙ্গুলির পদচারণা আছেই। একটি শুটিংয়ে গিয়ে তোলা ছবিটা পোস্ট করেছেন ভারতের সাবেক অধিনায়ক
সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ, এর আগে পরিবারের সঙ্গে অবসর কাটাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস
‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন খালেদ আহমেদ, মাঠের বাইরেও সময়টা ভালোই কাটছে এ পেসারের
এখনো মাঠেরই লোক তাঁরা। ক্রিস ওকস (বাঁয়ে) ও মার্ক উড (ডানে) আপাতত চোটের কারণে মাঠের বাইরে। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড অবশ্য খেলেছেন সর্বশেষ সিরিজেও। তবে চারজনকেই একত্রে দেখা গেল হেডিংলিতে, সেটিও ভিন্ন ভূমিকায়। দ্য হানড্রেডে ধারাভাষ্য দিচ্ছেন চারজনই—অ্যান্ডারসন, উড ও ওকস বিবিসিতে, ব্রড স্কাই স্পোর্টসে