ফটো ফিচার

চার পেসারের সঙ্গে কী করছেন হৃদয়

বিশ্বকাপ সামনে রেখে শারীরিকভাবে প্রস্তুত হওয়ার চেষ্টায় মেহেদী হাসান, বাবর আজমরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
প্যাড পরে মাঠে নামার জন্য প্রস্তুত, চোখে-মুখে প্রত্যয়ের ছাপ...মেহেদী হাসান মিরাজের এবার বাইশ গজে জ্বলে ওঠার অপেক্ষা
নেটে ব্যাটিং প্রস্তুতির পাশাপাশি শরীরটাও ঠিকঠাক প্রস্তুত রাখা চাই। বাবর আজম আছেন সেই চেষ্টায়
বিশ্বকাপে যেসব তরুণের দিকে সবার চোখ, শুবমান গিল সেখানে প্রথম দিকেই আছেন। ভারতের তরুণ ওপেনারকে ইনস্টাগ্রামে পাওয়া গেল ফুরফুরে মেজাজে
তাওহিদ হৃদয়কে পাশে নিয়ে চার পেসারের ছবি, যা পোস্ট করেছেন তাসকিন আহমেদ