ফটো ফিচার

লিটনের পর হৃদয়ের ফেরা

দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ দলের বেশ কয়েকজন খেলোয়াড় গিয়েছিলেন দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলতে। জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেনে খেলে আগেই ফিরেছিলেন তাসকিন আহমেদ আর মুশফিকুর রহিম। এবার একদিনের মধ্যে কানাডা থেকে ফিরলেন লিটন দাস, শ্রীলঙ্কা থেকে তাওহিদ হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
টায়ার পাংচার হয়ে গাড়ি থেমে গেলে কী করা যায়? এভাবে গাড়ির ওপর চড়ে বসে ছবি তোলাটাই নাকি সবচেয়ে সবচেয়ে কাজের হয়! নাসিম শাহ অন্তত তেমনটাই মনে করেন
ঘুরতে বেরিয়ে ইভান রাকিটিচ দম্পতির ‘লাভ মোমেন্ট’
ইউনিসেফের হয়ে শ্রীলঙ্কায় একটি আয়োজনে অংশ নিয়েছিলেন শচীন টেন্ডুলকার। বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক লিখেছেন, তরুণ চ্যাম্পিয়নদের সঙ্গে সময় কাটানোটা স্বপ্নে-ভরা পিচে ব্যাটিংয়ের মতো
ছুটির অবকাশে স্ত্রী ক্যান্ডিসের সঙ্গে ডেভিড ওয়ার্নার
সবুজ প্রকৃতির কোলে বাবর আজম। দৈনন্দিন চাপ থেকে যা দেয় তাঁকে চনমনে হয়ে ওঠার সুযোগ
শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলে আজ দেশে ফিরেছেন তাওহিদ হৃদয়। ফেরার পরের এই হাসিমুখের মতো এলপিএলে হেসেছে হৃদয়ের ব্যাটও। ৬ ইনিংসে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৫৫, যার মধ্যে একটি ফিফটিও আছে
গ্লোবাল টি-টোয়েন্টি খেলে মঙ্গলবার রাতে কানাডা থেকে ঢাকায় ফিরেছেন লিটন দাস। বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটসম্যান উত্তর আমেরিকা পর্ব খুব ভালো না কাটলেও একেবারে মন্দও কাটেনি। ৭ ইনিংসে তুলেছেন ১৫২ রান। ছবিটি ঢাকায় অবতরণের পর তোলা