শহরে নতুন রিকশাচালক ও যাত্রী

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে ঢাকার রিকশা। সেই ঢাকায় প্রথমবারের মতো খেলতে আসা আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল রিকশায় চড়বেন না, তা কি হয়! আজ দুপুরে আইরিশ মেয়েদের জন্য তাই রিকশাভ্রমণের ব্যবস্থা করেছিল বিসিবি। গ্যাবি লুইস–লরা ডেলানি–আভা ক্যানিংদের নতুন অভিজ্ঞতার মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক—
মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে শুরু হয় আইরিশ মেয়েদের রিকশাভ্রমণ
নতুন অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন, তা এই দুই নারী ক্রিকেটারের চওড়া হাসিতেই স্পষ্ট
রিকশাভ্রমণের মুহূর্তগুলো দেশে ফিরে পরিবার–বন্ধুদের দেখাতে হবে না? তাই ভিডিও করে রাখলেন এই ক্রিকেটার
হারিয়ে যেতে চাই কোনো হুডতোলা রিকশায়—ছবিটা দেখে কারও কারও ‘এক শহর ভালোবাসা’ গানের লাইন মনে পড়তেই পারে
শুক্রবার ঢাকায় ফাঁকা রাস্তায় বেশ স্বচ্ছন্দ্যেই ঘুরে–বেড়িয়েছেন আইরিশ মেয়েরা
শুধু রিকশায় চড়া নয়, চালনারও অভিজ্ঞতা হলো এই আইরিশ ক্রিকেটারের। যাত্রী তাঁরই এক সতীর্থ