টানা পঞ্চম জয় পেয়েছেন রানী হামিদ
টানা পঞ্চম জয় পেয়েছেন রানী হামিদ

দাবা অলিম্পিয়াড

অদম্য বাংলাদেশের রানী, আজ বাংলাদেশ-আর্জেন্টিনা লড়াই

জিতেই চলেছেন রানী হামিদ। হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ৪৫তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে টানা চতুর্থ জয় পেয়েছেন গত ফেব্রুয়ারিতে ৮১ বছরে পা দেওয়া রানী।

গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে শেষ হওয়া অষ্টম রাউন্ডে সুইডেনকে ২.৫-১.৫ ম্যাচ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। তাতে অবদান রেখেছেন রানী। দলীয় দাবার সর্বোচ্চ বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশের আট ম্যাচের পাঁচটি খেলেছেন রানী এবং সব কটিই জিতেছেন।

অষ্টম রাউন্ডে ড্র করেছেন ওয়াদিফা আহমেদ, হেরেছেন ওয়ালিজা আহমেদ। আজ নবম রাউন্ডে নারী বিভাগে বাংলাদেশ লড়বে আর্জেন্টিনার সঙ্গে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এই বিভাগে ১৮৩টি দলের মধ্যে সপ্তম রাউন্ড পর্যন্ত ৪০তম স্থানে থাকা বাংলাদেশ ১২ ধাপ ওপরে উঠে এসেছে। বাংলাদেশের অবস্থান এখন ২৮তম।

আজ আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ

তবে উন্মুক্ত বিভাগে অবনমন হয়েছে। সপ্তম রাউন্ড শেষে ১৯৭টি দলের মধ্যে বাংলাদেশর অবস্থান ছিল ৭৩। অষ্টম রাউন্ড শেষে ১১ ধাপ নিচে নেমে অবস্থান দাঁড়িয়েছে ৮৪তম স্থানে।

আজ নবম রাউন্ডে নারী বিভাগে বাংলাদেশ লড়বে আর্জেন্টিনার সঙ্গে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

এই অবনমনের কারণটা অনুমেয়ই। অষ্টম রাউন্ডে বাংলাদেশ ১-৩ গেম পয়েন্টে হেরে গেছে কাজাখস্তানের কাছে। ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার ড্র করেছেন। হেরেছেন নিয়াজ মোরশেদ ও মনন রেজা। আজ নবম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন।

প্রতিযোগিতার দুই বিভাগেই শীর্ষে আছে ভারত। অষ্টম রাউন্ড শেষে নারী বিভাগে তাদের ম্যাচ পয়েন্ট ১৪। সমান পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে পোল্যান্ড ও কাজাখস্তান। উন্মুক্ত বিভাগে ভারতের ম্যাচ পয়েন্ট ১৬। অর্থাৎ সবগুলো ম্যাচই তারা জিতেছে (জিতলে ২ পয়েন্ট, ড্রয়ে ১)। উন্মুক্ত বিভাগে বাংলাদেশের ম্যাচ পয়েন্ট ৮, নারী বিভাগে ১১।