ফটো ফিচার

বিয়ে সেরে ইমাম বললেন, ‘তোমার হৃদয়ে অনন্তকালের ঘর খুঁজে পেয়েছি’

বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন ইমাম উল হক। শোয়েব আখতার অপেক্ষায় বেসবল খেলবেন বলে। অনিল কুম্বলে নিয়েছেন নতুন দায়িত্ব। এদিকে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব ভালোই উপভোগ করছেন সূর্যকুমার যাদব। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ইমাম উল হকের স্ত্রী থাকেন নরওয়ের অসলোতে, পেশায় চিকিৎসক
তামিলনাড়ুর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আইআইআইটি তিরুচিরাপল্লির বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যাচের দায়িত্ব নিয়েছেন অনিল কুম্বলে। প্রথম দিনে ডিরেক্টরদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভালো ছিল বলে লিখেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কোচ
অবকাশযাপনের ছবিটি পোস্ট করে স্ত্রী জেনা পোলার্ডকে ধন্যবাদ জানিয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার কাইরন পোলার্ড
প্রথমবারের মতো বেসবলে নামতে প্রস্তুত, এমনটাই জানিয়েছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার
ভারতীয় ক্রিকেটারদের এই ছবির সঙ্গে সূর্যকুমার যাদব লিখেছেন, ‘আমরা নিজেরাই নিজেদের নিয়ম লিখি’
বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি ওপেনার ইমাম উল হক। আজ লাহোরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ আনমল মেহমুদের সঙ্গে তোলা চারটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমরা শুধু জীবনের তরে সঙ্গী হইনি, বরং আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছি, যা আমাদের ভালোবাসার গল্পের ভিত্তি ছিল। আমি শুধু নিজের সেরা বন্ধুটিকেই বিয়ে করিনি, তোমার হৃদয়ে নিজের অনন্তকালের ঘরও খুঁজে পেয়েছি।’
থ্যাংকসগিভিং ডে–তে স্ত্রী–সন্তানসহ অলিম্পিকজয়ী কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্‌প্‌স
যাত্রাপথে কাকে খুঁজে পেলেন রবি শাস্ত্রী?