ফটো ফিচার

অঁরির হাতে অলিম্পিকের মশাল

২৬ জুলাই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। এর আগে শুরু হয়েছে মশালদৌড়। সেসবেরই বাছাইকৃত কয়েকটি ছবি—
ফ্রান্সের রাজার বেশে এক মশালবাহী। মধ্য ফ্রান্সের শমবোর দুর্গে
১৯৪৮ লন্ডন অলিম্পিকের মশাল হাতে ৯৯ বছর বয়সী ড্যানিয়েল রেবিফ। এটি গত ১১ জুন মধ্য ফ্রান্সের ছবি। ১৯২৫ সালে জন্ম নেওয়া রিপাবলিকান গার্ডের সাবেক এ সদস্য ১৯৪৮ সালে জেনেভা ও লুক্সেমবার্গের মধ্যবর্তী প্রায় ৫২১ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন মশাল হাতে। প্যারিস অলিম্পিকেও একই কাজ করছেন তিনি, ২২ জুলাই ইটাম্পে পৌঁছানোর কথা তাঁর
লিগ আঁর দল এজে অঁসেরের হেড কোচ গাই রৌঁয়ের হাতে মশাল
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট থমাস বাখ, ফ্রান্সের ঐতিহ্যবাহী বুরগুন্ডি ওয়াইন পানের পর। মধ্য-পূর্ব ফ্রান্সের ভোগটে মশালদৌড়ে
প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে মশালদৌড়ে সাবেক অগ্নিনির্বাপক কর্মী কর্পোরাল টিমোথি বার্নাদৌ
শমবো দুর্গে মশালবাহক, সেখানে আছেন ফ্রান্সের কৃষিমন্ত্রীও
ফ্রান্সের অলিম্পিক কমিটির প্রধান ও প্যারিসের মেয়রের সঙ্গে ফ্রান্সের অলিম্পিক ফুটবল দলের কোচ থিয়েরি অঁরি। অলিম্পিক মশালের জন্য এ বাক্সটি বিশেষভাবে বানিয়েছে লুই ভুইতন। আজ প্যারিসে দেশটির সেনাবাহিনীর প্যারেডে
মশাল হাতে দৌড়াচ্ছেন অঁরি