ফটোফিচার

ফুটবল মাঠে ব্রেট লি, সমাবর্তনের অপেক্ষায় শারমিন

সামনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন। সেখানে অংশ নেওয়ার অপেক্ষায় মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান। ওদিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি হাতে তুলে নিয়েছেন ফুটবল। ঘুরতে গেছেন ভারতের বর্তমান ক্রিকেটার শুবমান গিল ও সাবেক ক্রিকেটার হরভজন সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো তারকাদের ছবি দেখুন ফটোফিচারে—
আমেরিকান চিয়ারলিডার লুকে লন্ডন ফ্যাশন সপ্তাহে হাজির হয়েছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস
আপাতত মাঠের ক্রিকেট থেকে বিরতি শুবমান গিলের। ভারতের তরুণ ব্যাটসম্যানকে এমন সপ্রতিভ ভঙ্গিমায় পাওয়া গেল সামাজিক যোগাযোগমাধ্যমে
নিউইয়র্কের রাস্তায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান, সঙ্গে স্ত্রী ক্যাথরিনাম পুরান
ফ্যাশনে বেশ আগ্রহ ইমাম–উল–হকের। প্রায়ই ভিন্ন ধরনের স্টাইলে উপস্থিত হন সামাজিক যোগাযোগমাধ্যমে
দুবাইয়ের প্যালেস হোটেলে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং
সমাবর্তনের গাউন ও টুপি পরার আনন্দ শারমিন আক্তারের। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এই ব্যাটার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তনে অংশ নেবেন
তিনি ক্রিকেটের মানুষ। মাঠ মাতিয়েছেন ছোট আকৃতির ক্রিকেট বল দিয়ে। অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লির হাতে এবার ফুটবল। ছবিটি ইংলিশ ক্লাব সাউদাম্পটনের মাঠে তোলা, সঙ্গে ফুটবলার জেমস ওয়ার্ড–প্রোজ