দেখতে এসেছিলেন নাতির খেলা। কিন্তু তাঁর ব্যাটিং দেখার আগেই অসুস্থ হয়ে পড়লেন। এরপর কাইল ভেরেইনার দাদাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে ঘটেছে এ ঘটনা। দাদার অসুস্থতার কারণে ব্যাটিং অর্ডারও পিছিয়ে দেওয়া হয় ভেরেইনার।
লর্ডসে এক ইনিংসই ব্যাটিং করতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বেন স্টোকসের বলে সারেল এরভইয়ার আউট হওয়ার পর নামার কথা ছিল উইকেটকিপার ব্যাটসম্যান ভেরেইনার। কিন্তু সে সময় নামানো হয় মার্কো ইয়ানসেনকে। ঠিক কী কারণে ব্যাটিং অর্ডারে পরিবর্তন, তখন নিশ্চিত করে জানা যায়নি।
পরে জানা গেছে, এরভইয়ার আউট হওয়ার আগেই লর্ডসের এডরিচ স্ট্যান্ডে অসুস্থ হয়ে পড়েন ভেরেইনার দাদা। তখন শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। প্যারামেডিক এসে প্রাথমিক চিকিৎসা দেন তাঁকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় করতালি দেন দর্শকেরা। ঘটনাটি উল্লেখ করা হয় বিবিসির রেডিও ধারাভাষ্য টেস্ট ম্যাচ স্পেশালেও, যদিও অসুস্থ ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু বলা হয়নি তখন।
দাদা অসুস্থ হয়ে পড়ায় তখন নামানো হয়নি ভেরেইনাকে। অবশ্য এরভইয়ার আউট হওয়ার ১১ বল পর রেসি ফন ডার ডুসেনও স্টোকসের বলে আউট হয়ে গেলে নামতে হয় ভেরেইনাকে। সাতে নেমে ২১ বলে ১১ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে বেন ফোকসের হাতে ক্যাচ দেন ভেরেইনা। সেটি ছিল লর্ডসে ব্রডের ১০০তম উইকেট।
প্রথম টেস্টটি শেষ পর্যন্ত আড়াই দিনের ব্যবধানেই ইনিংস ও ১২ রানে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। জানা গেছে, দলের সঙ্গেই আছেন এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলা ভেরেইনা। লন্ডনের এক হাসপাতালে থাকলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে তাঁর দাদার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ২৫ আগস্ট, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে।