ফটো ফিচার

ছেলে কোলে শারাপোভা, যুক্তরাষ্ট্রে উড়াল অবামেয়াংদের

জীবনটাকে কতভাবে উপভোগ করা যায়, সেটা খুব ভালোই জানেন ক্রিস গেইল। পার্টি করা, ঘুরে বেড়ানো—এ যেন তাঁর নিত্যদিনের ব্যাপার! এবার তিনি ধরা দিলেন পুলিশের মোটরসাইকেলের সওয়ার হিসেবে!
বিরাট কোহলির ব্যাটে ছন্দ নেই—এটা এখন সবারই জানা। কীভাবে আবার তিনি স্বরূপটা ফিরে পাবেন, এই পরামর্শ দিচ্ছেন অনেকেই। কেভিন পিটারসেন ভারতের ব্যাটসম্যানের সঙ্গে একটি ছবি দিয়ে সেই পরামর্শ দিলেন এভাবে—নিজের সেরা সময়টা মনে করো আর মনে সাহস রাখো!
মাইকেল ফেলপসকে ভালোবেসে সবাই জলদানব বলে ডাকেন। একটা সময় পুলের জলে ঝড় তুলতেন। এখন প্রশান্তি খোঁজেন সমুদ্র জল আর ঢেউয়ের কাছে
অনেক দিন পর টোকিও ফিরেছেন নাওমি ওসাকা। ঘরে ফিরেই ঘুরতে বেরিয়েছেন টোকিওর রাস্তায়, বৃষ্টিও বাধা হতে পারেনি!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আরও আগে। আইপিএল ছাড়া এখন আর তাঁর ব্যস্ততা থাকে না। ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না অবসর সময়ে স্ত্রীকে নিয়ে এখন মাঝেমধ্যে চলে যান গলফ কোর্সে
ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না। নিজেকে অনুপ্রাণিত করতেই হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবিটি দিয়ে লিখেছেন, ‘যদি পড়ে যাই, আমার কী হবে? কিন্তু প্রিয়, যদি (না পড়ে) উড়তে শুরু করো!’ পোস্টে একটি শব্দও যোগ করে দিয়েছেন, ‘দৃষ্টিভঙ্গি’!
এবার বার্সেলোনা প্রাক্‌ মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করে বিমানে বসে তোলা ছবিটি পোস্ট করেছেন পিয়ের–এমেরিক অবামেয়াং
মা হওয়ার আনন্দই আলাদা। সেটি ভক্তদের সঙ্গে ভাগ করে না নিয়ে কি পারেন মারিয়া শারপোভা। ছেলে আর স্বামীর সঙ্গে ছবিটি দিয়েছেন ভক্তদের উদ্দেশেই