বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার আগ মুহূর্তে মেসি
বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার আগ মুহূর্তে মেসি

বলছেন মেসি

‘আমাদের চ্যাম্পিয়ন হতেই হতো, মনে মনে টের পেয়েছিলাম’

এক বছর আগে এই সময়ে রীতিমতো উড়ছিল আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপ তখন ছিল হাত ছোঁয়া দূরত্বে। শেষ পর্যন্ত অবশ্য ১৮ ডিসেম্বর অবিশ্বাস্য এক ফাইনাল শেষে ট্রফিটা উঠেছিল লিওনেল মেসির হাতে। এক বছর পর এখন চলছে আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বজয়ের বর্ষপূর্তির প্রস্তুতি। নানাভাবে সে সময়টাকে ফিরে দেখা হচ্ছে। সে ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে ‘১৮-ডি, দ্য ইটারনাল ফাইনাল’ নামের একটি প্রামাণ্যচিত্র।

গতকাল শুক্রবার এই প্রামাণ্যচিত্র প্রচার করেছে আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল টিভি পাবলিকা। যেখানে আর্জেন্টিনার বিশ্বজয়ের নানা গল্প তুলে ধরা হয়েছে। সেই প্রামাণ্যচিত্রে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসিও। মেসি বলেছেন, তাঁদের চ্যাম্পিয়ন হতেই হতো। এমনকি বিশ্বকাপ জিততে পারেন এমন অনুভূতিও নিজের মনে জেগেছিল বলে মন্তব্য করেছেন মেসি।
বিশ্বকাপ জয়ের অনুভূতি নিয়ে প্রামাণ্যচিত্রে মেসি বলেছেন, ‘আমাদের চ্যাম্পিয়ন হতেই হতো। আমি মনে মনে টের পেয়েছিলাম। আমি এটা জানতাম।’

এই প্রামাণ্যচিত্রের ট্রেলারে দেখা গেছে আনহেল দি মারিয়াকেও। তিনিও ভক্ত-সমর্থকদের আরেকবার ফিরিয়ে নিয়ে গেছেন বিশ্বকাপ জয়ের সে মুহূর্তে। এই প্রামাণ্যচিত্রে সেই মহাকাব্যিক দিনে দর্শকদের উন্মাদনা থেকে খেলোয়াড়ের সেদিনের গতিবিধির অনেকটাই তুলে ধরা হয়েছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্তকে ধরে রাখতে নানা প্রস্তুতির অংশ হিসেবে তৈরি করা হয়েছে প্রামাণ্যচিত্রগুলো। এর আগে সম্প্রতি অন্য এক প্রামাণ্যচিত্রেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে কথা বলেছেন মেসি।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি ঘুচিয়েছেন মেসি

সেখানে আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, ‘এটা সবারই আকাঙ্ক্ষার বিষয়। সবাই বড় স্বপ্ন দেখে এবং জাতীয় দলের হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সবচেয়ে বড় ব্যাপার। আমি সৌভাগ্যবান যে আমি ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে এবং ব্যক্তিগত পর্যায়ে সবকিছু জিততে পেরেছি। শুধু এটাই (বিশ্বকাপ) আমার অধরা ছিল। খুব কমসংখ্যক মানুষ আছে, যারা বলতে পারে যে তারা সবকিছু জিতেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি তাদের একজন।’