প্রিয় মেলবোর্ন ক্রিকেটে গ্রাউন্ডের (এমসিজি) প্রতিটি ঘাসই যেন প্যাট কামিন্সের আপন। মায়ের সঙ্গে মধ্যাহ্নভোজে পছন্দের খাবার খেলেন ডেভিড বেকহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ক্রীড়াঙ্গনের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
ফুটবলের রাজা পেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এদসনকে ছাড়া এক বছর। রাজা পেলে চিরন্তন। রাজা, আমরা তোমাকে প্রতিদিন মিস করি’মাউন্ট মঙ্গানুইয়ে আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে দুই মেয়ের সঙ্গে সময় কাটান ড্যারিল মিচেল। নিউজিল্যান্ড ব্যাটসম্যান দ্রুতই সন্তানদের কাছে ফিরতে পেরেছেন। বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে যে খেলাই হয়েছে মাত্র ১১ ওভারজুভেন্টাসের বিপক্ষে ম্যাচ সামনে রেখে জিমে ব্যস্ত সময় পার করছেন এএস রোমার আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ব্যাটারি চার্জ করা হচ্ছে। নিজেকে অনুপ্রাণিত করুন’ছেলে থিয়াগো স্নাতক সম্পন্ন করেছেন। আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতার বাড়িতে সে কারণেই এমন উৎসবমুখর পরিবেশঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অবকাঠামো উন্নয়ন কোম্পানির নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন (বাঁয়ে) ও ফরোয়ার্ড মাতসুশিমা সুমাইয়াবড়দিন আর নববর্ষের এই ছুটিতে মা স্যান্ড্রা জর্জিনা ওয়েস্টকে সময় দিচ্ছেন ডেভিড বেকহাম। মায়ের সঙ্গে মধ্যাহ্নভোজের ছবিটি পোস্ট করে ইংল্যান্ডের সাবেক ফুটবলার লিখেছেন, ‘মায়ের সঙ্গে দুপুরের খাবার খেলাম। এরপর হাসিমুখে কিছু থালাবাসন পরিষ্কার করলাম। মা, তোমায় ভালোবাসি’মেলবোর্ন টেস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, যা এই মাঠে টেস্টে কোনো অধিনায়কের সেরা বোলিং ফিগার। কামিন্সের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াও এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিতে নিয়েছে। জয়ের পর ছেলে আলবিকে নিয়ে মাঠে সময় কাটান কামিন্স। সবুজ ঘাসের পরশ নিয়ে বাবা–ছেলে যেন বুঝিয়ে দিলেন জায়গাটা তাঁদের কত আপন। ক্যাপশনে কামিন্স লিখেছেন, ‘এই জায়গাটি ভালোবাসি’