তামিমের অন্য রকম ‘অভিষেক’

ধারাভাষ্যকক্ষে তামিম ইকবালের হাসিমুখ। মাছ ধরছেন মারনাস লাবুশেন। শীতের বার্তা নিয়ে জাহানারা আলম। এক ফ্রেমে রশিদ খান-শুবমান গিল। জাতীয় দলের ডাকে সিকান্দার রাজা। যশপ্রীত বুমরাকে জীবনসঙ্গীর জন্মদিনের শুভেচ্ছাবার্তা। হাসি ধরে রাখতে চান শাদাব খান। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
কোনো ক্যাপশন ছাড়াই স্টাইলিশ এই ছবি পোস্ট করেছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি
হাস্যোজ্বল এই ছবিতে পরিশ্রম চালিয়ে যাওয়ার এবং হাসিমুখ ধরে রাখার প্রত্যয়ের কথাই জানিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান
ক্রিকেটে এখন বিরতি। শিশুসন্তান নিয়ে মাছ ধরতে গেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা মারনাস লাবুশেন
‘দুয়ারে কড়া নাড়ছে শীত’—হুডি পরা ছবিতে শীত আসার বার্তা দিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা জাহানারা আলম
যুক্তরাজ্যে রশিদ খানের সঙ্গে দেখা করেছেন শুবমান গিল। গুজরাট টাইটানসে গিলের সঙ্গে খেলেন রশিদ। হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় সামনের আসরে নেতৃত্বও দেবেন গিল। দেখা করার জন্য ‘ক্যাপটেন সাহেব’কে ধন্যবাদও দিয়েছেন আফগান স্পিনার
এই ছবিসহ জীবনসঙ্গী যশপ্রীত বুমরার একাধিক ছবি পোস্ট করেছেন স্ত্রী সানজানা গানেসান। ছবিগুলো দিয়ে বুমরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সানজানা। ক্যাপশনে সুখে–দুঃখে একসঙ্গে থাকার কথাও বলেছেন সানজানা
আগামীকাল শুরু হবে জিম্বাবুয়ে–আয়ারল্যান্ড টি টোয়েন্টি সিরিজ। এই ছবি পোস্ট করে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা লিখেছেন, ‘জাতীয় দল ডাকছে’
তামিম ইকবালের অন্য রকম এক অভিষেক। অতীতে বিপিএলে ধারাভাষ্য দিলেও এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচের ধারাভাষ্য দিলেন তামিম। বাংলাদেশ ম্যাচে ধারাভাষ্যকক্ষের নিয়মিত মুখ আতহার আলী খানের সঙ্গে হাসিমুখেই দেখা গেল তাঁকে