জন্মদিনে গ্যারি ওল্ডম্যানের সঙ্গে দেখা বেন স্টোকসের। সিঙ্গাপুরে ভালো সময় কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি নিয়েই এই ফটোফিচার—
বার্সেলোনায় স্প্যানিশ গ্রাঁ প্রিঁতে গিয়েছিলেন আশরাফ হাকিমি। ফেরারির টেকনিশিয়ানের কাছ থেকে বিশেষ কোনো বিষয়ই হয়তো শিখে নিলেন পিএসজি তারকা।
রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছেন করিম বেনজেমা। তাঁর উদ্দেশে ডেভিড আলাবা লিখেছেন, ‘গত দুই মৌসুম তোমার সঙ্গে খেলতে পারা সম্মানের ছিল। তুমি বিশেষ একজন খেলোয়াড়, বিশ্বের সেরা স্ট্রাইকার, যা কিছু তুমি পেয়েছ, সবই তোমার প্রাপ্য।’
বিজ্ঞাপন
‘ভালোবাসা, ভালোবাসা’—স্ত্রীর সঙ্গে ছবিতে আর কোনো ক্যাপশন দেওয়ার প্রয়োজন বোধ করেননি হাসান আলী। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন জামাল ভূঁইয়া। সংবাদ সম্মেলনের ছবি পোস্ট করেছেন জাতীয় দলের অধিনায়ক। নেইমার জুনিয়র আদ্যক্ষরের ফর্মুলা ওয়ান স্যুট পেতে পারেন আপনিও, যাতে সই আছে ব্রাজিলিয়ান তারকার। সে জন্য আগে যেতে হবে নেইমারের ইনস্টাগ্রাম পেজে।বিশ্ব পরিবেশ দিবসের বিশেষ বার্তা দিয়েছেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক লিখেছেন, ‘এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে প্লাস্টিক দূষণ প্রতিহত করা। এই পদক্ষেপ আমার হৃদয়ের খুব কাছের, আমাদের পৃথিবীর সময়ের প্রয়োজন।’ গতকাল ৩২ পূর্ণ করেছেন বেন স্টোকস। তাঁর জন্মদিন উদ্যাপনের শেষটা হয়েছে অস্কারজয়ী কিংবদন্তি অভিনেতা গ্যারি ওল্ডম্যানের সঙ্গে দেখা করে। সঙ্গে ছিলেন স্টোকসের স্ত্রী ক্ল্যারি। স্বাভাবিকভাবেই নিজের মুগ্ধতা লুকাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক। বাগ্দত্তা ও তাঁর মেয়ের মা মলি কিংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড।