ফটো ফিচার

‘র‍্যাম্বো’কে পেয়ে উচ্ছ্বসিত সেরেনা

সৌদি আরবে ‘নিজ ঘর’-এ নেইমার। আজহার আলীর কাঁধে আবিদ আলী। ছেলের সঙ্গে হার্দিক পান্ডিয়া। মাউরো ইকার্দির জন্মদিন। মাইকেল জে ফক্সকে পেয়েছে উচ্ছ্বসিত ডেভিড বেকহাম। আর ‘র‍্যাম্বো’খ্যাত হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের সঙ্গে সেরেনা উইলিয়ামসের দেখা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
সাবেক পাকিস্তান ক্রিকেটার আজহার আলীর কাঁধে আরেক পাকিস্তানি ব্যাটসম্যান আবিদ আলী। এই ছবিতে আজহারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আবিদ
অনুশীলনের ফাঁকে ছেলেকে সময় দিচ্ছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
নিজের ঘরে—এমন ক্যাপশন দিয়ে ছবিটি পোস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সম্প্রতি সৌদি আরবে নিজের ক্লাব আল হিলালে ফিরেছেন চোটে থাকা এই ফরোয়ার্ড
আজ আর্জেন্টাইন ফুটবলার মাউরো ইকার্দির জন্মদিন। নিজেদের পাশাপাশি এই রঙিন কেক ছবি দিয়ে ইকার্দিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী ওয়ান্ডা নারা
বাফটা পুরস্কার অনুষ্ঠানে গিয়ে অভিনেতা ও আন্দোলনকর্মী মাইকেল জে ফক্সের দেখা পেয়েছেন ইংলিশ ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহাম। এই ছবির ক্যাপশনে বেকহাম লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, আমার সঙ্গে মাইকেল জে ফক্সের দেখা হয়েছে।’
কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সিলভেস্টার স্ট্যালনের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ক্যাপশনে লিখেছেন, ‘কেমন হতো আমি যদি অ্যাকশন তারকা বনে যাওয়া পরবর্তী অ্যাথলেট হতাম?’