ফটো ফিচার

পাগড়ি মাথায় সাইফউদ্দিন আর ডিজনিল্যান্ডে সাব্বির

বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। সাব্বির রহমান প্যারিসের ডিজনিল্যান্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
সাগরের তীরে বসে সূর্যোদয় উপভোগের মজাই আলাদা। অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আজ সেটাই উপভোগ করেছেন। ছবিটি দিয়ে লিখেছেন, ‘আজকের সূর্যোদয়টা অসাধারণ। সবাই দিনটি উপভোগ করুন।’
‘জায়গাটা কোথায়, সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সঙ্গে কে আছে’—ছবিটি দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য এটাই লিখেছেন। আপনারাই বুঝে নিন, লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে থাকা ব্যক্তিটি তাঁর কে হতে পারেন আর তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ তিনি!
রোনালদিনিওর ছেলে বার্সেলোনার সঙ্গে চুক্তি করেছেন। বাবা হিসেবে আনন্দিতই হওয়ার কথা ব্রাজিলিয়ান কিংবদন্তির। ছবিটি দিয়ে ছেলের জন্য তিনি শুভকামনা করেছেন এভাবে, ‘পুত্র, ঈশ্বর তোমার পথ আলোকিত করুন।’
ইউরোপে ঘুরতে গেছেন সাব্বির রহমান। প্যারিসে যাবেন আর ডিজনিল্যান্ডে যাবেন না, তা কি হয়! ডিজনিল্যান্ডে গিয়ে মিকির সঙ্গে ছবিও তুলেছেন বাংলাদেশের ক্রিকেটার
সাকিব–তামিমরা ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে। আর সাইফউদ্দিন বসেছেন বিয়ের পিঁড়িতে। পাগড়ি মাথায় পরে স্ত্রীর সঙ্গে ছবিটি দিয়ে লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’