কোল্ড প্লে ব্যান্ডের সঙ্গে মঞ্চে রজার ফেদেরার
কোল্ড প্লে ব্যান্ডের সঙ্গে মঞ্চে রজার ফেদেরার

ফটো ফিচার

টেনিসের বাইরে আর কী কী ভালো পারেন ফেদেরার

শচীন টেন্ডুলকার বেড়াতে পছন্দ করেন। এবার তিনি গেছেন কেনিয়ায়। সেখানকার মাসাই জনগোষ্ঠীর কাছ থেকে পেয়েছেন দারুণ সম্মান। এমিলিয়ানো মার্তিনেজ এক ইনস্টাগ্রাম বার্তায় বলেছেন, বাংলাদেশে তিনি রেখে গেছেন তাঁর হৃদয়ের একটা অংশ। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার দুনিয়ার তারকাদের দেওয়া কয়েকটি নির্বাচিত পোস্ট নিয়েই আজকের এই ফটো ফিচার...
কেনিয়ায় মাসাই জনগোষ্ঠীর সঙ্গে শচীন টেন্ডুলকার। ভারতের কিংবদন্তিকে সম্মাননা দিয়েছেন মাসাইরা
এটা ডেভিড মিলারের ‘লাভ স্টোরি’
বাংলাদেশে কয়েক ঘণ্টার সফরে নিজের হৃদয়ের একটা অংশই নাকি রেখে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ
লর্ডস টেস্টে জয়ের পর পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। বিখ্যাত সেই ব্যালকনিকে পেছনে রেখে তুললেন ছবি
এই ছবি দিয়ে মারনাস লাবুশেন লিখেছেন, ‘পরিবার’। আসলেই তো, অস্ট্রেলিয়ান ক্রিকেট দল যেন তাঁদের পরিবারের অংশই
স্ত্রী ও কন্যার সঙ্গে বিশেষ মুহূর্তে পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী
যুক্তরাষ্ট্রের মায়ামিতে বেড়াতে গেছেন কিলিয়ান এমবাপ্পেও
লিভারপুলের জার্সিতে নতুন মৌসুম শুরুর আগে ম্যাক অ্যালিস্টার উপভোগ করছেন অবসরটা
কোল্ড প্লে ব্যান্ডের কনসার্টে রজার ফেদেরার। মঞ্চে তাঁর পারফরম্যান্সও মন্দ নয়। কোল্ড প্লে ব্যান্ডের ইনস্টাগ্রাম থেকে মন্তব্য করা হয়েছে, ‘ফেদেরার, আর কী কী দারুণ পারেন আপনি?’