ফটো ফিচার

বেকহামের আগুন আর দিয়াজের জন্মদিন

বাবা হতে চলেছেন থিবো কোর্তোয়া। মেসি-সুয়ারেজদের দেখে আগুন মনে হচ্ছে ডেভিড বেকহামের। আর জন্মদিন উদ্‌যাপন লুইস দিয়াজের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি।
মা এখনই মেয়েদের পোজ দেওয়া শেখাচ্ছে—মেয়েদের ছবি পোস্ট করে এমন লিখেছেন উসমান খাজা
পরিবারের আকার বাড়ছে থিবো কোর্তোয়ার। এ ছবি পোস্ট করে কোর্তোয়ার স্ত্রী লিখেছেন, ‘আমাদের ভালোবাসা বড় হচ্ছে।’
এসএ টোয়েন্টির দল জোহানেসবার্গ সুপার কিংসে সময়টা ভালোই কাটছে মঈন আলীর, কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে এ ছবিই বলে সেটি
তাপ কমানোর উপায় সানিয়া মির্জার…
‘পরিবার এমন একটা সংস্থা, যারা ভালো ও খারাপ সময়ে একে অন্যকে সমর্থন করে, ভালোবাসে।’—পরিবারের সঙ্গে কাইরন পোলার্ড
২৭তম জন্মদিন উদ্‌যাপন লিভারপুল তারকা লুইস দিয়াজের
অবসরে গেছেন টি-টোয়েন্টি কিংবদন্তি অ্যারন ফিঞ্চ। বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডস তাঁর ৫ নম্বর জার্সিও তুলে রেখেছে। তাঁর স্ত্রী বলছেন, গত কয়েক দিন বিশেষ কিছু ছিল তাঁদের জন্য
‘মানে আগুন’—ডেভিড বেকহামের ক্যাপশনের অর্থটা এমন। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস, জর্দি আলবাদের অনুশীলনের এ ছবি পোস্ট করে লিখেছেন ইন্টার মায়ামির মালিক।