ফটো ফিচার

একাকিত্ব থেকে কী শিখছেন সানজিদা

মেয়ের ছবি পোস্ট করেছেন উসমান খাজা। স্ত্রী-সন্তানের সঙ্গে প্যাট কামিন্স। দুবাইয়ে রশিদ খান। সুপারবোল ফাইনালে ক্রিস গেইল। আর একাকিত্বের কথা জানালেন সানজিদা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি।
হংকংয়ের রাস্তায় এভাবেই ফ্রেমবন্দী হলেন কিংবদন্তি স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস পুয়োল
মেয়ের ছবি পোস্ট করে উসমান খাজা জানতে চেয়েছেন, ‘সে কি দেখতে মায়ের মতো, নাকি বাবার মতো?’
সময়টা ভালোই কাটছে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের। স্ত্রী-সন্তানকে সময় দিচ্ছেন এই পেসার
দুবাইয়ে গিয়ে হাসিমুখে ছবি তুলেছেন আফগান স্পিনার রশিদ খান। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন দিন, নতুন শহর।’
লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে সুপারবোল ফাইনাল দেখতে হাজির হয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট তারকা ক্রিস গেইল
এই ছবি পোস্ট করে নিজের একাকিত্বের কথা জানিয়েছেন বাংলাদেশের নারী ফুটবলার সানজিদা আক্তার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একাকিত্বে একটা দারুণ অনুভূতি আছে...! যা নিজেকে নিয়ে ভাবতে শেখায়।’