‘রানার-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর মোটরসাইকেল বিজয়ী পাঁচজনকে (সামনে বসা) পুরস্কার তুলে দেন অতিথিরা। আজ প্রথম আলো কার্যালয়ে
‘রানার-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’-এর মোটরসাইকেল বিজয়ী পাঁচজনকে (সামনে বসা) পুরস্কার তুলে দেন অতিথিরা। আজ প্রথম আলো কার্যালয়ে

বিজয়ীরা পেলেন ৫টি মোটরসাইকেল

রানার অটোমোবাইল পিএলসি এবং প্রথম আলোর উদ্যোগে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে পাঠকদের জন্য ‘রানার-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজ’ আয়োজন করা হয়েছিল।

গত ৬ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘কুপন’ পূরণ করে জমা দেওয়ার মাধ্যমে পাঠকেরা কুইজে অংশ নেন।
২৯ নভেম্বর এই কুইজের র‍্যাফল ড্র পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে র‍্যাফল ড্রর মাধ্যমে পূর্বের ঘোষণা অনুযায়ী বেছে নেওয়া হয় পাঁচজন বিজয়ীকে।

আজ বুধবার প্রথম আলো কার্যালয়ে র‍্যাফল ড্রর বিজয়ী পাঁচজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পাঁচটি মোটরসাইকেলের প্রতীকী চাবি।

প্রথম পুরস্কার বিজয়ী নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মো. দাদন আলী মিয়া, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জোবায়ের উদ্দীন, তৃতীয় ঢাকার সাভারের শিল্পী আক্তার, চতুর্থ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের সজীব খান এবং পঞ্চম পুরস্কার জিতেছেন ঢাকার মোহাম্মদপুর থেকে সাদিয়া রহমান।

বিজয়ী পাঁচজন পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে বোল্ট ১৬৫ সিসি মোটরসাইকেল, নাইট রাইডার ভি১ ১৫০ সিসি মোটরসাইকেল, টার্বো ভি১ ১২৫ সিসি মোটরসাইকেল, রয়েল প্লাস ১১০ সিসি মোটরসাইকেল এবং ডিলাক্স এডি ৮০ সিসি মোটরসাইকেল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার; অভিনেত্রী আফসানা মিমি; রানার অটোমোবাইল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী; প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক রূদাবা তাজিন; চিফ বিজনেস অফিসার মো. রেজাউল করিম; হেড অব মিডিয়া অ্যান্ড পিআর ওয়াহিদ মুরাদ; ক্যাটাগরি ম্যানেজার আল ওয়ালিদ; প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক; প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র; বিজ্ঞাপন বিভাগের উপমহাব্যবস্থাপক মুহাম্মেদ হুমায়ুন কবীর; ব্যবস্থাপক মনিরুজ্জামান প্রমুখ।

রানার অটোমোবাইল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘রানার শুরু থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে। তারই পরিপ্রেক্ষিতে ক্রিকেট বিশ্বকাপের এই কুইজের আয়োজনে যুক্ত ছিলাম। ভবিষ্যতেও এ ধরনের নানা উদ্যোগ আমাদের অব্যাহত থাকবে।’

রানারের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক রূদাবা তাজিন, আফসানা মিমি ও হাবিবুল বাশারও বক্তব্য দেন।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক বলেন, ‘প্রথম আলো সব সময়ই বাংলাদেশের জয় দেখতে চায়। আমরা সব ধরনের ভালো কাজের সঙ্গে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব।’

সরস উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন উৎপল শুভ্র। বিজয়ীরাও প্রথম আলো নিয়ে তাঁদের অনুভূতি এবং কুইজে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়া জানান।