পঞ্চম বিশ্বকাপ আসরে ট্রফির দেখা পেয়েছেন লিওনেল মেসি
পঞ্চম বিশ্বকাপ আসরে ট্রফির দেখা পেয়েছেন লিওনেল মেসি

কাতারে বিশ্বকাপ জয়, মেসির চোখে ‘সিনেমার শেষ দৃশ্য’

ট্রফির আশায় প্রথমবার বিশ্বকাপ মঞ্চে পাঁ রেখেছিলেন ১৯ বছর বয়সে। এর পর ২৩, ২৭ ও ৩১ বছর বয়সে আরও তিনবার। কিন্তু দেখা মেলেনি সেই আরাধ্য ট্রফির। একবার ডিয়েগো ম্যারাডোনার অধীনে খেললেন, আরেকবার ফাইনাল পর্যন্ত পৌঁছলেন। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি লিওনেল মেসির।

অনেক চাওয়ার সেই বিশ্বকাপ ট্রফিতে অবশেষে চুমু এঁকেছেন ২০২২ সালে, ৩৫ বছর বয়সে। ক্যারিয়ারের শেষ বেলায় কাতারে বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে পারাটা মেসির চোখে সিনেমার দৃশ্যের মতো।

শুধু বিশ্বকাপ জয়ই নয়, এই আসরেই নিজের সেরা ফুটবল খেলেছেন আর্জেন্টাইন তারকা। আগের চার বিশ্বকাপ মিলিয়ে মোট গোল যেখানে ৬টি, সেখানে এবারের এক আসরেই করেছেন ৭ গোল। গ্রুপ পর্ব থেকে শুরু করে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল— তাঁর পা থেকে গোল এসেছে টুর্নামেন্টের প্রতিটি পর্যায়েই। ফাইনালেই তো করেছেন জোড়া গোল।

সাফল্যে মোড়ানো এমন সমাপ্তির দিকে তাকিয়ে কেমন অনুভূতি হয় মেসির? আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে’র সঙ্গে সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন ৭ বারের ব্যালন ডি অরজয়ী, ‘আমরা আমাদের বন্ধুবান্ধব, পরিবারের সদস্যদের যেভাবে বলে থাকি, ব্যাপারটা তেমনই—এটা লেখা ছিল। এটা ছিল সিনেমার শেষ দৃশ্য। মধুর সমাপ্তি হওয়ারই ছিল। আমি একবার বলেছিলাম, স্রষ্টা আমাকে একটা বিশ্বকাপ দেবেন। জানি না কী কারণে অনুভূতিটা এসেছিল। কিন্তু সেটা খুব জোরালোই ছিল। আমার মনে হয়, স্রষ্টা সেরা সময়টাই বেছে নিয়েছেন। আমাকে যদি বিশ্বকাপ জয়ের কোনো মুহূর্ত বেছে নিতে বলা হতো, আমিও এই সময়টাই বেছে নিতাম। এভাবে শেষ করতে পারাটা আসলেই দারুণ ব্যাপার।’

প্যারিসে বসে ওলেকে সাক্ষাৎকার দেন মেসি

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের চেয়ে ভালো কিছু হতে পারে না জানিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এটা যদি আগে হতো, তাহলে অন্যরকমও হতে পারত। তখনো সামনে পড়ে থাকত পুরো পথ। আর এখন এই জয়ের মধ্য দিয়ে আমার ক্যারিয়ারের কার্যত সমাপ্তি ঘটল। আমার মনে হয় না, শেষটা এর চেয়ে ভালো কিছু হতে পারত।’