বন্ধু কি তাঁর চেলসিতে যাওয়ার ইঙ্গিতটাই দিলেন
বন্ধু কি তাঁর চেলসিতে যাওয়ার ইঙ্গিতটাই দিলেন

রোনালদোর চেলসিতে যাওয়ার ইঙ্গিত দিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু?

পিসএজি তাঁকে ‘না’ করে দিয়েছে। বায়ার্ন মিউনিখ আগেই জানিয়ে দিয়েছিল, নিজেদের নীতির বাইরে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে অতিরিক্ত বেতন দিয়ে দলে ভেড়াবে না তারা। চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবেন না বলে আকারে-ইঙ্গিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ইচ্ছা পোষণ করে বেশ বিপদেই পড়েছেন পর্তুগিজ তারকা। তবে লাতিন টাইমস জানিয়েছে, রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগুইরি হঠাৎ করেই নাকি ইনস্টাগ্রামে চেলসির অফিশিয়াল পেজ ‘অনুসরণ’ করা শুরু করেছেন। গুঞ্জন উঠেছে, তবে কি রোনালদো চেলসিকেই নতুন ঠিকানা হিসেবে বাছবেন?

চেলসির নতুন মালিক টড বোহেলি ৩৭ বছর বয়সী তারকাকে দলে ভেড়াতে যথেষ্ট আগ্রহী। তিনি এর আগে রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে কথাও বলেছেন। তবে কোচ টমাস টুখেল রোনালদোকে চান না বলেই খবর। এ ছাড়া ম্যানচেস্টার সিটি থেকে এরই মধ্যে তারা ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকে দলে ভিড়িয়েছে। তাই রোনালদোকে তারা দলে টানার কথা নয়।

স্টার্লিং ছাড়া নতুন মৌসুমের জন্য এখনো আর কাউকে নিশ্চিত করেনি চেলসি। তবে রক্ষণে কালিদু কুলিবালি ও নাথান একেকে পাওয়ার খুব কাছে চলে গেছে তারা।

রোনালদোকে নেবে না বলে দিয়েছে পিএসজি ও বায়ার্ন

এর মধ্যেই রোনালদোর বন্ধু চেলসির অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ অনুসরণ শুরু করার পর বাজারে চেলসিতে রোনালদোর যোগ দেওয়ার গুঞ্জনটি আবারও হালে পানি পেয়েছে। অনেকেই মনে করছেন, এটি রোনালদোর চেলসিতে যোগ দেওয়া বা চেলসির সঙ্গে কথাবার্তা এগিয়ে নেওয়ার ইঙ্গিত হতে পারে। লাতিন টাইমস এক রোনালদো-ভক্তের মন্তব্যও যুক্ত করেছে তাদের খবরে, ‘সিআর-৭ যে চেলসিতে যোগ দিচ্ছেন, সেটি নিশ্চিত করায় ধন্যবাদ।’ সেই ভক্ত অবশ্য রসিকতা করেই মন্তব্যটা করেছেন!

রোনালদোকে নিয়ে গুঞ্জনের ডালপালা মেলার যথেষ্ট কারণই আছে। তিনি স্কোয়াডের সঙ্গে থাইল্যান্ড সফরে যাননি। সেখানে লিভারপুলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি ৪-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। রোনালদোর থাইল্যান্ড সফরে না যাওয়ার বিষয়ে পারিবারিক কারণের কথা বলা হয়েছে। রোনালদো ইউনাইটেডের হয়ে অস্ট্রেলিয়া সফরেও যাননি।

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ অবশ্য রোনালদোকে দলে রাখতে চান। গত সোমবার এক সংবাদ সম্মেলনে টেন হাগ বলেছেন, ‘আমরা আমাদের নতুন মৌসুমের পরিকল্পনায় রোনালদোকে খুব ভালোভাবেই রেখেছি। ক্রিস্টিয়ানো বিক্রির জন্য নয়। আমরা তাঁকে নিয়েই সাফল্য পেতে চাই।’