অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

বিশ্বকাপ বাছাই

একাদশে তিন পরিবর্তন নিয়ে মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ, দুজনের অভিষেক

একটু পরই মালে আন্তর্জাতিক স্টেডিয়ামে নামছেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবেন তাঁরা।

এ ম্যাচে অনুমিতভাবেই তিনটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর ঢাকায় আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচে যে একাদশ খেলেছিল, সেই দলের তিনজন গোলকিপার আনিসুর রহমান, সেন্টার ব্যাক তপু বর্মণ ও ফরোয়ার্ড শেখ মোরছালিন মালদ্বীপ সফরে নেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে। তাঁদের জায়গায় কোচ একাদশে নিয়েছেন পোস্টের নিচে মিতুল মারমা, রক্ষণে শাকিল হোসেন ও ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে।

প্রথমবারের মতো জাতীয় দলে মিতুল (সবার বাঁয়ে)

প্রথম দুজন এশিয়ান গেমসে দলে ছিলেন। দুজনই ভালো খেলে এসেছেন জাতীয় দলে। দুজনরেই জাতীয় দলে অভিষেক হচ্ছে। ঘরোয়া ফুটবলে শাকিল হোসেন গত মৌসুমে খেলেছেন শেখ জামালে। রাঙামাটির ছেলে মিতুল গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফর্টিস এফসিতে খেলেছন। এবার শেখ রাসেলে নাম লেখাতে চলেছেন।

মালদ্বীপের বিপক্ষে একাদশে বাকি ৮টি পজিশনে নিয়মিতরাই আছেন।

বাংলাদেশের একাদশ: মিতুল মারমা, শাকিল হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, ইসা ফয়সাল, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (জুনিয়র), সোহেল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন. ফয়সাল আহমেদ ফাহিম।