সৌদি প্রো লিগের মহাতারকা রোনালদো
সৌদি প্রো লিগের মহাতারকা রোনালদো

কবে বন্ধ হবে সৌদি প্রো লিগের দলবদলের জানালা

এবারের দলবদলে একের পর এক খেলোয়াড় ইউরোপ ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন। করিম বেনজেমা থেকে শুরু করে নেইমার হয়ে যা এখনো চলছেই। ইউরোপে থাকা ফুটবলারদের এই সৌদি–যাত্রার মিছিলে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যেকোনো মুহূর্তে যে কাউকেই সৌদি আরবে চুক্তি করতে দেখা যেতে পারে।

সৌদি প্রো লিগের এমন রমরমা সময়ে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে ইউরোপীয় লিগগুলোতে। রিয়াদ মাহরেজ, ইয়াসিন বুনুর মতো অনেক খেলোয়াড়কেই তাঁদের ক্লাব ছাড়তে চায়নি। কিন্তু সৌদি ক্লাবগুলোর পক্ষ থেকে আসা বিপুল অঙ্কের দলবদল ফি ও বেতনের প্রস্তাব এড়ানো যায়নি।

ইউরোপীয় ক্লাবগুলোর দুশ্চিন্তা বৃদ্ধি পাচ্ছে মূলত দলবদল বাজার দীর্ঘায়িত হওয়ায়। প্রিমিয়ার লিগসহ ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোর দলবদল জানালা বন্ধ হয়ে যাবে ১ সেপ্টেম্বর। কিন্তু সৌদি প্রো লিগের দলবদল চলবে আরও কিছুদিন। অর্থাৎ ১ সেপ্টেম্বরের পর সৌদি আরবের দলগুলো খেলোয়াড় কিনতে পারলেও ইউরোপের দলগুলো সেটা পারবে না।

আর ওই সময় বড় অঙ্কের অর্থের টানে কেউ ইউরোপে চলে গেলে ওই খেলোয়াড়ের শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। সৌদি আরবের দলগুলো যেভাবে একের পর এক খেলোয়াড় কিনে চলেছে, ১ সেপ্টেম্বরের পর সেটা চলমান থাকলে ইউরোপের ক্লাবগুলো বিপদে পড়বে বলে এরই মধ্যে শঙ্কা প্রকাশ করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এ বিষয়ে ফিফা ও উয়েফাকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সৌদি লিগ নিয়ে চিন্তিত ইউরোপিয়ান শীর্ষ লিগগুলো

কবে বন্ধ হবে সৌদি আরবের দলবদলের জানালা

ইউরোপের শীর্ষ লিগগুলোতে গ্রীষ্মকালীন দলবদল শুরু হয়েছে ১ জুলাই। একই সময়ে দলবদল পর্ব শুরু করেছে সৌদি আরবও। তবে প্রিমিয়ার লিগ, লা লিগার মতো শীর্ষস্থানীয় লিগগুলোয় ১ সেপ্টেম্বরের পর দলবদল প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এরপরে দলগুলো আর কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারবে না, যদিও বিক্রি করে দেওয়া উন্মুক্ত থাকবে। সৌদি প্রো লিগের দলগুলো খেলোয়াড় কিনতে পারবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। অর্থ্যাৎ ইউরোপের চেয়ে প্রায় তিন সপ্তাহ সময় খেলোয়াড় কেনার সুযোগ পাচ্ছে তারা।

সৌদি আরবের এই লম্বা ট্রান্সফার উইন্ডো নিয়ে এ মাসের শুরুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন লিভারপুল কোচ। তিনি বলেছিলেন, ‘সবচেয়ে খারাপ বিষয় হলো, সৌদি আরবে দলবদলের উইন্ডো তিন সপ্তাহ বেশি খোলা থাকবে। আমি যা শুনেছি, তা যদি ঠিক হয়ে থাকে তাহলে অন্তত ইউরোপের জন্য এটি সহায়ক নয়। উয়েফা বা ফিফাকে অবশ্যই এর সমাধান খুঁজে বের করতে হবে। তবে এই মুহূর্তে আমার ঠিক জানা নেই যে শেষ পর্যন্ত কী হবে।’

সৌদি আরবে দলবদলের সময় দীর্ঘ কেন

ফিফা বিধি অনুযায়ী, ক্লাব ফুটবলের খেলোয়াড় নিবন্ধন বা দলবদল পর্ব কবে শুরু হবে আর কবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দেশের ফুটবল কর্তৃপক্ষ। তবে এ জন্য নির্দিষ্ট কিছু ধারা মানতে হবে। প্রথমত, দুটি মৌসুমের মাঝে যে দলবদল পর্ব (সাধারণত গ্রীষ্মকালীন), সেটির ব্যাপ্তি ১২ সপ্তাহের বেশি হতে পারবে না। আর এক মৌসুমের মাঝে যে দলবদল (সাধারণত শীতকালীন), সেটি হবে ৪ সপ্তাহের ভেতর সীমাবদ্ধ। কোন পর্বে খেলোয়াড় নিবন্ধনে কত সময় নেওয়া হবে, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে সেটা ১২ মাস আগেই ফিফাকে জানাতে হয়। প্রযোজ্য ক্ষেত্রে ফিফা বিশেষ অনুমতি দিলে এর অন্যথাও হয়।

ইউরোপের লিগগুলো আগে থেকেই জুলাই–আগস্টের মধ্যে দলবদল সেরে ফেলতে অভ্যস্ত। ৩১ আগস্ট বা ১ সেপ্টেম্বরের পর শীর্ষ লিগগুলোর কারোরই দরজা খোলা রাখা হয় না। তবে সৌদি আরবের লক্ষ্য যেহেতু বিপুলসংখ্যক খেলোয়াড় আকৃষ্ট করা, দলবদলের জন্য বরাদ্দ থাকা প্রায় পুরোটা সময়ই তারা কাজে লাগাতে চায়। যে কারণে ১ জুলাই শুরু হওয়া দলবদল চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।