কার্লো আনচেলত্তি ও জোসে মরিনিও
কার্লো আনচেলত্তি ও জোসে মরিনিও

রিয়াল ছেড়ে ব্রাজিলে যাওয়া হবে পাগলামি, আনচেলত্তিকে মরিনিও

কার্লো আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ ছাড়তে মানা করেছেন জোসে মরিনিও। আনচেলত্তির দেশ ইতালিতে কোচিং করানো মরিনিও বলেছেন, রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়াটা হবে পাগলামি।

জুলাইয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ জানিয়েছিলেন, আনচেলত্তি রিয়ালে চুক্তির মেয়াদ শেষ করে ২০২৪ কোপা আমেরিকায় ব্রাজিলকে কোচিং করাবেন। যদিও দুই পক্ষের মধ্যে এখনো চুক্তি সই হয়নি।

ইতালিয়ান সংবাদমাধ্যম টিজিওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মরিনিও বলেন, ‘ক্লাব আপনাকে চায়। কেবল পাগল হলেই এরপরও আপনি চলে যেতে চাইবেন।’

৬৪ বছর বয়সী আনচেলত্তি তাঁর ২৮ বছরের কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, এসি মিলান, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবের ডাগআউট সামলেছেন। ফুটবল ইতিহাসে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা একমাত্র কোচ তিনি। তবে ক্লাব কোচিংয়ে সমৃদ্ধ ক্যারিয়ার হলেও আনচেলত্তির জাতীয় দল সামলানোর অভিজ্ঞতা নেই। যদিও তাঁর হাতেই ব্রাজিল জাতীয় দলকে তুলে দিতে আগ্রহী সিবিএফ। সেটা এতটাই যে আনচেলত্তির জন্য অপেক্ষা করতে আপাতত ভারপ্রাপ্ত কোচ দিয়ে দল চালাচ্ছে ব্রাজিল।

আনচেলত্তির মতো একসময় রিয়াল ডাগআউটে ছিলেন মরিনিও। সিরি আর ক্লাব রোমার দায়িত্বে থাকা মরিনিও বলেছেন, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে রেখে দিতে চাইলেও তিনি পাগলামি করে বেরিয়ে এসেছিলেন। আনচেলত্তি একই কাজ করবেন না বলে বিশ্বাস মরিনিওর, ‘আমি নিশ্চিত, কার্লো রিয়ালে থেকে যাবে। কারণ, রিয়াল মাদ্রিদই তাঁর জন্য যথোপযুক্ত, আর তিনিও রিয়াল মাদ্রিদের জন্য যথোপযুক্ত।’

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি

এদিকে আলোচনা আছে মরিনিওর ভবিষ্যৎ নিয়েও। আগামী মৌসুমে রোমার সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যাবে। এরপর তিনি সৌদি প্রো লিগে যেতে পারেন বলে গুঞ্জন আছে। মরিনিও সেটা উড়িয়েও দেননি, ‘আমি কি রোমে থেকে যাব? আমি জানি না। সত্যি কথা বলতে কি, একদিন আমি সেখানে (সৌদি আরব) যাব। তবে “একদিন” বলতে কিন্তু আজ বা আগামীকাল বোঝাচ্ছি না।’