চেলসিতে এখনো নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এনজো ফার্নান্দেজ
চেলসিতে এখনো নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি এনজো ফার্নান্দেজ

এনজো ফার্নান্দেজকে ভালো ফুটবলার মনে করেন না স্নাইডার

ইংলিশ ফুটবলে এ মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলার এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন, পেয়েছেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের স্বীকৃতিও। এই পারফরম্যান্স দেখেই বেনফিকা থেকে এনজোকে চেলসি দলে ভিড়িয়েছে ১ হাজার ৩৯৯ কোটি টাকায়। কিন্তু তাতে লাভ কী হয়েছে! প্রিমিয়ার লিগে ১১তম স্থান, আর আসছে বছর চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ! সবচেয়ে বড় কথা, এনজো ফার্নান্দেজের পারফরম্যান্সও বলার মতো কিছু নয়।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে সহজেই হেরেছে চেলসি। দুই ম্যাচেই এনজো ফার্নান্দেজের পারফরম্যান্স খুব একটা মন ভরাতে পারেনি চেলসি সমর্থকদের। সাবেক ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডারও তো প্রশ্ন তুলে দিয়েছেন এনজো ফার্নান্দেজের নিবেদন আর সামর্থ্য নিয়েও।

স্নাইডারের চোখে এনজোর ধীরগতি, ম্যাচে বলের নিয়ন্ত্রণ হারানো ইত্যাদি বেজায় দৃষ্টিকটু। বিশেষ করে এনজোকে যে পরিমাণ অর্থ দিয়ে চেলসি কিনেছে, সে অনুপাতে তাঁর পারফরম্যান্স ভালো নয় বলেই মনে হয় স্নাইডারের।

সমর্থকদের হতাশ করছেন এনজো

স্টামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এনজোরই এক ভুল পাস থেকে বল ধরে গোল করেন রিয়াল ফুটবলার রদ্রিগো। সাবেক ডাচ তারকা বিরক্ত, এত দামি খেলোয়াড় কীভাবে মাঠে না দৌড়ে হেঁটে বেড়ান, ‘যদি কাউকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনা হয়, তাহলে অবশ্য সবার চাওয়া হবে, সেই খেলোয়াড় মাঠে জান বাজি রেখে দৌড়াক। কিন্তু সে মাঠে হেঁটে বেড়ায়! সে নিজে বল হারাল, এরপর মন খারাপ করে দাঁড়িয়ে থাকল। আপনারা দেখেছেন ১০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনা একজন ফুটবলার মাঠে হাঁটছে এবং গ্যালাহার দৌড়ে তাঁকে পেরিয়ে যাচ্ছে। এটা তো হতে পারে না।’

এনজোকে দামের তুলনায় খুব ভালো ফুটবলারও মনে করছেন না স্নাইডার, ‘এই ছেলের কী হয়েছে? দলের মালিক কী করছে? কিছুই নয়। আমি হলে কালই ওকে ডেকে নিয়ে কথা বলতাম। তাঁকে আমার খুব ভালো ফুটবলারও মনে হয় না। বিশ্বকাপে সে মেসিকে মাঠে দারুণ সহায়তা করেছিল। এটা নিয়ে সবাই কথা বলে। আমিও মনে করেছিলাম, এনজো চেলসিতেও একই ধরনের খেলা খেলবে। কিন্তু ও তো এর ধারেকাছেও নেই।’

এখনো পর্যন্ত চেলসির জার্সিতে ১১ ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি এনজো। এ সময় আর্জেন্টাইন ফুটবলার প্রতিপক্ষের পোস্টে মেরেছেন ৮টি শট। অবদান বলতে শুধু দুটি গোলে সহায়তা।