লেবাননের বিপক্ষে খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ দল
লেবাননের বিপক্ষে খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশ দল

মেহেদীকে ছাড়াই কাতারের পথে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আজ শুক্রবার বিকেলেই কাতার রওনা হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ১১ জুন নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে হাভিয়ের কাবরেরার দল।

খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ৩২ জনের দল নিয়ে কাতার যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে ২৩ জন ফুটবলার। এই ২৩ জনের দলে নেই ডিফেন্ডার মেহেদী হাসান। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে আইদিন রুচতিচের শট তাঁর পায়ে লেগেই দিকবদল হয়ে গোলে ঢুকেছিল।

অস্ট্রেলিয়ার ১০ নম্বর জার্সিধারী আইদিন রুচতিচের শট ডিফেন্ডার মেহেদী হাসানের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলকিপার মিতুল মারমাকে বোকা বানায়। মেহেদী ছাড়াও কাতারগামী ২৩ জনের দলে নেই মোহাম্মদ আবদুল্লাহ ও রাব্বি হোসেন রাহুল। কার্ড সমস্যার কারণে কোচ কাবরেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ জনের দলে রাখেননি বিশ্বনাথ ঘোষ ও মজিবর রহমান জনিকে। কাতারগামী দলে আছেন এই দুজনই। দলের ম্যানেজার আমের খান আজ প্রথম আলোকে এটা জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেলেও কাতার যাচ্ছেন তারিক কাজী
প্রথম আলো

মেহেদীকে কেন কাতারগামী দলে রাখা হলো না, এই প্রশ্নের উত্তরে আমের খানকে বলেছেন, ‘এটা কোচই ভালো বলতে পারবেন।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন তারিক কাজী ও সোহেল রানা সিনিয়র। তাঁরা দুজনই কাতার যাচ্ছেন। আমের খান জানিয়েছেন, ‘তাদের চোট গুরুতর কিছু ছিল না।’ গতকাল ম্যাচের পর কোচ কাবরেরাও একই কথা বলেছিলেন।

শুক্রবার বিকেল হজরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশ দল

গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ‘আই’ গ্রুপে নিজেদের হোম ম্যাচে লেবাননের সঙ্গে ১–১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এর আগেও লেবাবনের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় লেবাননকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেবারই বৈরুতে অ্যাওয়ে ম্যাচে দল হেরেছিল ৪–০ গোলে। গত বছর জুনে বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে লেবাননের কাছে ২–০ গোলে হেরেছিল কাবরেরার দল।