উসমান দেম্বেলে
উসমান দেম্বেলে

বলছেন জাভি

‘ওয়ান–অন–ওয়ানে এখন বিশ্বের সেরা দেম্বেলে’

বার্সেলোনায় উসমান দেম্বেলের সময়টা অম্লমধুরই। ছায়া থেকে বের হয়ে যখনই নিজেকে ফিরে পান, চোটের আঘাত নেমে আসে তাঁর ওপর। বার্সেলোনার হয়ে তিনি সর্বশেষ মাঠে নেমেছেন ৩ মাস আগে। চোটের কারণে ২৮ জানুয়ারির পর আর খেলা হয়নি ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের।

চোট কাটিয়ে দেম্বেলে আবার মাঠে ফিরছেন আগামীকাল, রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘অনন্য এক প্রতিভার অধিকারী’ দেম্বেলে ফেরার এই ম্যাচেই প্রভাব ফেলতে পারবেন বলে বিশ্বাস জাভির। দেম্বেলের ফেরা নিয়ে কথা বলতে গিয়েই তাঁকে একদিক থেকে সেরার তকমা দিয়েছেন বার্সেলোনার কোচ।

দেম্বেলের প্রশংসা করতে গিয়ে বার্সা কোচ জাভি বলেছেন, ‘আমরা তাকে মিস করেছি। ওয়ান–অন–ওয়ানে সে বিশ্বের সেরা খেলোয়াড়। এ ক্ষেত্রে তার মতো খেলোয়াড় খুব কমই আছে।’

দেম্বেলের প্রশংসা করেছেন জাভি

দেম্বেলের প্রশংসায় এরপর জাভি যোগ করেন, ‘লা লিগার ফুলব্যাকদের জিজ্ঞেস করে দেখেন, তারা কার মুখোমুখি হতে চাইবে। অসাধারণ গতির এক খেলোয়াড় সে। সে পার্থক্য গড়ে দিতে পারে। তাকে তো আমরা মিস করবই।’

লা লিগায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। ৩১ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬৫। সব মিলিয়ে ২০১৮–১৯ মৌসুমের পর এবার আবার প্রথম লা লিগার শিরোপা জয়ের হাতছানি বার্সেলোনার সামনে।