আর্সেনালের জয়ে জোড়া গোল করেছেন জেসুস
আর্সেনালের জয়ে জোড়া গোল করেছেন জেসুস

জেসুসের জোড়া গোলে জয় আর্সেনালের

আর্সেনালে নাম লিখিয়ে দুর্দান্ত খেলছিলেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু চোটে পড়ে ছিটকে পড়েন মাঠের বাইরে। হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে প্রিমিয়ার লিগে ৫টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬টি গোল।

চোটের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে কাটানো জেসুস আর্সেনালের জার্সিতে গত মাসেই খেলতে শুরু করেছেন। মাঠে ফেরার পর প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেললেও গোল পাননি ব্রাজিলিয়ান তারকা। তবে আজ লিডসের বিপক্ষে আর্সেনালের ৪–১ ব্যবধানের জয়ে জেসুস করেছেন জোড়া গোল। আর্সেনালের অন্য দুটি গোল ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট ও সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার।

বেন হোয়াইটের গোল উদ্‌যাপন

আগের ম্যাচে লিভারপুলকে ৪–১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে দ্বিতীয় স্থানের দল ম্যানচেস্টার সিটি। এ কারণে নিজেদের মাঠে শুরু থেকেই লিডসের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে আর্সেনাল।

এর ফল পেতে অবশ্য ৩৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্সেনালকে। লিডসের বক্সে বল নিয়ে ঢুকে পড়া জেসুসকে থামাতে ফাউল করেন দলটির এক ডিফেন্ডার। পেনাল্টি পায় আর্সেনাল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন জেসুস।

গ্রানিত জাকার গোলের পর আর্সেনালের খেলোয়াড়দের উচ্ছ্বাস

আর্সেনাল দ্বিতীয় গোলটি পায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ব্যবধান ২–০ করেন বেন হোয়াইট। ৫৫ মিনিটে লিয়ান্দ্রো ত্রসাদের পাস থেকে বক্সের মধ্য থেকে নেওয়া জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি পান জেসুস। ৭৬ মিনিটে ব্যবধান কমিয়ে স্কোরলাইন ৩–১ করে লিডস। কিন্তু তাদের ফেরার সম্ভাবনা উড়ে যায় ৮৪ মিনিটে গ্রানিত জাকার গোলে।

এই জয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট হয়েছে ২৯ ম্যাচে ৭২। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০ আর ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। ২৭ ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।