চোটে আক্রান্ত কৃষ্ণাকে মাঠের বাইরে থাকতে হবে তিন মাস
চোটে আক্রান্ত কৃষ্ণাকে মাঠের বাইরে থাকতে হবে তিন মাস

সিঙ্গাপুরের বিপক্ষে কৃষ্ণাকে পাচ্ছে না বাংলাদেশ

আবার মাঠে ফিরছে মেয়েদের ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মেয়েদের জাতীয় দল। কিন্তু এ ম্যাচের আগে বড় ধাক্কাই লেগেছে দলে। অন্যতম সেরা খেলোয়াড় কৃষ্ণা রানী সরকারকে পাচ্ছে না বাংলাদেশ।

কৃষ্ণা নেই চোটের কারণে। পায়ের মেটাটারসেলের চোটে বেশ কিছু দিন ধরেই ভুগছিলেন তিনি। গত সেপ্টেম্বরে এশিয়ান গেমসেও খেলেছেন ব্যথানাশক ইনজেকশন নিয়ে। চোট নিয়ে খেলতে গিয়েই সমস্যাটা হয়েছে। এ মুহূর্তে বাফুফের ক্যাম্পেই পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম অভিজ্ঞ এই খেলোয়াড়। দলের অন্যতম সেরা খেলোয়াড়কে সেরে ওঠার সময়ই দিতে চাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

দলের অন্যতম সেরা তারকা কৃষ্ণা

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে না পেরে মন খারাপ কৃষ্ণার, ‘জুলাই মাস থেকেই চোটে ভুগছি, নেপালের সঙ্গে ম্যাচের সময় থেকে। প্রথমে বুঝতে পারিনি এটা এমন আকার ধারণ করবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রিহ্যাব চলছে। তিন মাসের মতো বাইরে থাকতে হবে।’

কোচ সাইফুল বারী টিটোও সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচে মিস করবেন কৃষ্ণাকে, ‘কৃষ্ণা দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ওর ভালোর জন্যই বিশ্রাম প্রয়োজন। চিকিৎসা ও পুনর্বাসন প্রয়োজন। আমরা পুরো ফিট অবস্থায় কৃষ্ণাকে চাই। ও পুরো সুস্থ হয়েই ফিরুক।’

গত বছর সেপ্টেম্বরে সাফ জয়ে কৃষ্ণা ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র

২০১৬ সালে মেয়েদের অনূর্ধ্ব–১৪ দলের হয়ে উত্থান কৃষ্ণার। সেবার ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৪ বাছাইপর্বে অসাধারণ খেলেছিলেন সাতক্ষীরার এই নারী ফুটবলার। বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় দলেরও অন্যতম ভরসার জায়গা তিনি। গত বছর সেপ্টেম্বর কাঠমান্ডুর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জোড়া গোল করেছিলেন কৃষ্ণা। মেয়েদের সাফ জয়ের অন্যতম সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি।

সাফ জেতার পর থেকেই মেয়েদের ফুটবল দল মাঠে অনেকটাই অনিয়মিত। সাফের অলিম্পিক বাছাইপর্বে দল পাঠায়নি বাফুফে। বেশ কিছু দিন বিরতি দিয়ে গত জুলাইয়ে ঢাকায় নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিল জাতীয় নারী ফুটবল দল। এরপর সেপ্টেম্বরে খেলেছে এশিয়ান গেমস।

সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি হবে আগামী ১ ও ৪ ডিসেম্বর।