আজই কি স্পেনের ডাগআউটে লুইস এনরিকের শেষ দিন!
হতেও পারে, আবার না–ও হতে পারে। মরক্কোর সঙ্গে শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন মাঠে নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ২–১ গোলে হেরে যাওয়া স্পেনের প্রতিপক্ষ মরক্কো, যাঁদের সঙ্গে এর আগে কোনো ম্যাচ হারেনি স্পেন। মুখোমুখি হওয়া তিন ম্যাচের দুটিতে জিতেছে তারা, অন্য ম্যাচটি হয়েছে ড্র।
ফুটবল–ঐতিহ্য আর সাফল্যে মরক্কোর চেয়ে অনেক এগিয়ে স্পেন। র্যাঙ্কিংয়েও দুই দলের পার্থক্য স্পষ্ট। স্পেন আছে সপ্তম স্থানে, মরক্কোর অবস্থান ২২–এ। ইতিহাস-ঐতিহ্য ধরে নিলে ম্যাচটিতে স্পেনের জয়ের সম্ভাবনাই বেশি। তবে মরক্কো এবারের বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম অঘটন উপহার দেওয়ার স্বপ্ন দেখছে।
স্পেনের কোচ এনরিকের মনে অবশ্য কোনো কু–ডাক ডাকছে না। মরক্কোর সঙ্গে ম্যাচটি তাঁর শেষ ম্যাচ হবে না বলে মনে করেন তিনি, ‘এমনও হতে পারে, আমরা হেরে গেলাম। তাহলে তো এটাই আমার শেষ ম্যাচ। তবে আমি আশা করি, আমি চাকরিটা আরও কিছুদিন চালিয়ে যেতে পারব। মরক্কোর সঙ্গে হারার ঘটনা ঘটবে না।’
এনরিকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পর তিনি আর স্পেনের কোচের দায়িত্বে থাকবেন না, ‘আমি বিশ্বকাপের পর থাকছি না। অভিজ্ঞতাটা দারুণ ছিল। খুবই আনন্দ নিয়ে আমি কাজ করেছি। তবে বিশ্বকাপের পর আমি চাকরি ছাড়ছি।’
মরক্কোকে তিনি ‘দারুণ অনুপ্রাণিত দল’ মনে করেন। গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্স এনরিকের মনে এমন ধারণাই তৈরি করেছে, ‘আমরা আজকে বিশ্বকাপের দারুণ এক অনুপ্রাণিত দলের সঙ্গে খেলতে নামব। খুব কঠিন একটি গ্রুপ থেকে দলটি শেষ ষোলোতে এসেছে। আমরাও খুবই ভালো দল। আমি স্পেন দলকে নিয়ে আশাবাদী ও সন্তুষ্ট। আমি মনে করি, বিশ্বকাপে ভালো কিছু করার সুযোগ ও সম্ভাবনা দুই–ই আমাদের আছে।’