পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার
পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার

এনরিকে কোচ হলে পিএসজিতে থাকবেন নেইমার

মৌসুম শেষ হতে না হতেই ঝড়ের কবলে পড়েছে পিএসজি। লিওনেল মেসির বিদায়ের পর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়ে আলোচনায় এসেছেন কিলিয়ান এমবাপ্পেও। পাশাপাশি দলবদলে নেইমারেরও নতুন ক্লাবের সন্ধানের কথা শোনা যচ্ছে। গত কিছুদিনে নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিসহ একাধিক ক্লাবের সঙ্গে জড়িয়ে নেইমারের নাম শোনা গেছে।

বলা হচ্ছিল, এই ক্লাবগুলোর যেকোনো একটি নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিতে পারেন ব্রাজিলিয়ান তারকা। অন্য দিকে বদলে যাওয়া পিএসজির দায়িত্বে নতুন কোচ আসার কথাও শোনা যাচ্ছে। শুরুতে সাবেক বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগলসমানের কথা শোনা গেলেও এখন নতুন করে সামনে এসেছে লুইস এনরিকের নাম।

ধারণা করা হচ্ছে, যেকোনো মুহূর্তে নতুন কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করতে পারে পিএসজি। শেষ পর্যন্ত পিএসজি যদি এনরিকেকে দলে আনতে পারে তবে নাটকীয় পরিবর্তন আসতে পারে দলের ভেতরেও। সে ক্ষেত্রে ক্লাব ছাড়ার পথে থাকা নেইমার নাকি পিএসজিতেই থেকে যেতে পারেন। এনরিকেকে কেন্দ্র করে নেইমারের অবস্থান পরিবর্তনের কথা জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ।

এনরিকের সঙ্গে নেইমারের কাজ করার পুরোনো অভিজ্ঞতা আছে। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় এনরিকের অধীনে খেলেছিলেন নেইমার। একই সঙ্গে তাঁরা চ্যাম্পিয়নস লিগ শিরোপার পাশাপাশি দুটি লা লিগা শিরোপাও জিতেছিলেন। এমনকি পিএসজির বিপক্ষে নেইমার–এনরিকের দারুণ একটি স্মৃতিও আছে। প্যারিসে ৪–০ গোলে হারের পর ক্যাম্প ন্যুতে বার্সা ৬–১ গোলে দারুণ এক জয় পায় পিএসজি। বার্সার সেই জয়ে দারুণ অবদান ছিল নেইমারের।

পিএসজির কোচ হতে পারেন লুইস এনরিকে

সম্ভবত এনরিকের সঙ্গে মিলে সেই জাদু ফের পিএসজিতেও ফেরাতে চান নেইমার। কারণ, নেইমার যদি পিএসজি ছাড়েন তবে একটা অপূর্ণতা নিয়েই তাঁকে প্যারিস ছাড়তে হবে। এই ফরোয়ার্ডকে ঘিরে প্যারিসের ক্লাবটির যে প্রত্যাশা ছিল তা যে অপূর্ণই থেকে যাবে।

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে পিএসজি নেইমারকে এনেছিল মূলত চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের লক্ষ্যে। কিন্তু সেই লক্ষ্য এখনো অধরা থেকে গেছে ক্লাবটির। নেইমার–মেসি–এমবাপ্পে মিলেও সেই সাফল্য এনে দিতে পারেননি ক্লাবটিকে। এখন এনরিকের মধ্য দিয়ে নেইমার হয়তো সেই অপূর্ণতাটুকু ঘোচানোর স্বপ্ন দেখছেন।

মুদ্রার অন্য পিঠও আছে। পিএসজির সমর্থকেরাই যে চান না নেইমার পিএসজিতে থাকুন। কয়েক দিন আগে নেইমারের বাড়ির সামেন তাঁর ক্লাব ছাড়ার দাবিতে একদল পিএসজি সমর্থক ক্লাব ছাড়ার দাবিও জানিয়েছেন। নেইমার যদি থেকে যান তবে মৌসুমের শুরু থেকে সমর্থকদের দুয়োর মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য। এত সব প্রতিকূলতা মেনে নিয়ে এনরিকের সঙ্গে জুটি গড়ার স্বপ্নে নেইমার এখন পিএসজিতে থাকবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

এর আগে একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, পিএসজি ছাড়ার কথা নেইমার নাকি ঘনিষ্ঠজনদেরও জানিয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, সেই অবস্থান থেকে নেইমার কি এখন ইউটার্ন নেবেন?

নেইমার যদি শেষ পর্যন্ত পিএসজিতে থেকে যান, তবে সেটা ইউনাইটেডের দলবদলে প্রভাব ফেলতে পারে। শোনা যাচ্ছিল, নেইমারকে এনে দলের ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়ানোর কথা ভাবছেন কোচ এরিক টেন হাগ। নেইমারকে না পেলে হয়তো টটেনহাম থেকে হ্যারি কেইনকে আনার জন্য আরও মরিয়া হয়ে মাঠে নামবে ‘রেড ডেভিল’রা। পাশাপাশি নেইমারকে পাওয়ার দৌড়ে থাকা নিউক্যাসল ও চেলসিকেও তখন অন্য বিকল্পের সন্ধান করতে হবে।