ইন্টার মায়ামির ম্যাচে সবচেয়ে চেনা দৃশ্য কোনটি? নিঃসন্দেহে লিওনেল মেসির গোল। আর্জেন্টাইন অধিনায়কের গোল ছাড়া যেন জয় পূর্ণতা পায় না মায়ামি। আজ মেজর লিগ সকারে (এমএলএস) নিজের অভিষেক ম্যাচেও নিউইয়র্ক রেড বুলসকে হারানোর পথে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।
তবে এবার মেসিকে ছাড়াও মায়ামিকে জয়ের তাগিদ দিচ্ছেন ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। কারণ, মায়ামির হয়ে প্রতিবছর কিছু ম্যাচ মিস করবেন মেসি। লিগের সেই ম্যাচগুলোতেও যে জয় পেতে হবে মার্তিনোর দলকে।
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মেসিকে বেঞ্চে রেখে একাদশ সাজান মার্তিনো। লিওনার্দো কাম্পানার বদলি হিসাবে মেসি মাঠে নামেন ম্যাচের ৬০ মিনিটে। মাঠে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলা মেসি গোল করেন ৮৯ মিনিটে। তিনি মাঠে নামার আগে আরেকটি গোল পায় মায়ামি। তাঁর মতোই এ দিন লিগ অভিষেকে গোল করেন দিয়েগো গোমেজ। মার্তিনোও চান, মেসির সঙ্গে দলের অন্য ফুটবলাররাও জয়ের অবদান রাখুক। সে কারণে নিউইয়র্কের বিপক্ষে এই জয়কে বিশেষভাবে দেখছেন।
কেন মেসিকে বছরে কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না, সেই কারণও বলেছেন মায়ামি কোচ, ‘এই জয়ের গুরুত্ব অনেক। এভাবে ঘুরিয়ে–ফিরিয়ে খেলে আমাদের অভ্যস্ত হতে হবে। কারণ, মেসি শিগগিরই জাতীয় দলের যোগ দেবে। সে কমপক্ষে তিনটি ম্যাচ মিস করবে, পরের বছরও এমনটা হবে। যখন মেসি দলের সঙ্গে থাকবে না, তখনো যেন ফলাফল আমাদের পক্ষে আসে, সেটা আমাদের বুঝতে হবে।’
ঠিক কতটি ম্যাচ মেসি মিস করবেন, নির্দিষ্ট করে বলেননি মার্তিনো। তবে এ বছর মেসির আর্জেন্টিনা তিনটি নয়, ম্যাচ খেলবে ছয়টি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিন মাসে দুটি করে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে নভেম্বরে মায়ামির কোনো ম্যাচ নেই।
অর্থাৎ নভেম্বরে আর্জেন্টিনার দুটি ম্যাচের জন্য কোনো ম্যাচ মিস করবেন না মেসি। তবে সেপ্টেম্বর ও অক্টোবরে মায়ামির ম্যাচ আছে ১০টি। সূচি, ভ্রমণ জটিলতা সবকিছু মিলিয়েই হয়তো মেসি ঠিক কতটি ম্যাচে খেলবেন না, সেটা নির্দিষ্ট করে বলতে পারেননি মার্তিনো। আগামী বছরেও একই সময়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে মেসির আর্জেন্টিনা।