ইস্তাম্বুলের ঝলমলে রাতে সিটির স্বপ্নপূরণের গল্প

এই একটা ট্রফিই বাকি ছিল ম্যানচেস্টার সিটির। এই একটা ট্রফির অপেক্ষাতেই ১২ বছর কাটিয়েছেন পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগের সেই ট্রফি না জিতলে সিটি যেন ইউরোপের অভিজাত ফুটবল ক্লাব হতে পারছিল না। গার্দিওলাও যেন পারছিলেন না তাঁর সমালোচকদের ভুল প্রমাণ করতে। লিওনেল মেসি ছাড়া তাঁর পক্ষে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব না, এটা তো প্রায় প্রতিষ্ঠিত তত্ত্বই হয়েই যাচ্ছিল।

অবশেষে সিটি পারল। পারলেন গার্দিওলাও। ইস্তাম্বুলে আজ ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটি জিতল এত দিনের অধরা চ্যাম্পিয়নস লিগ। আর তাতেই হয়ে গেল তাদের স্বপ্নের ট্রেবলও। গার্দিওলাও পেলেন ক্যারিয়ারের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি, বার্সেলোনা ছেড়ে আসার পর যা প্রথম। ছবিতে ছবিতে সিটি আর গার্দিওলার এই স্বপ্ন পূরণের গল্প-

শেষ বাঁশির পর ডাগ আউটে সিটি খেলোয়াড়দের উল্লাস
চ্যাম্পিয়নস লিগের পদক গলায় ফাইনালের নায়ক সিটি মিডফিল্ডার রদ্রি
ইউরোপের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মাঠে গড়াগড়ি ফিল ফোডেন ও কাইল ওয়াকারের
রদ্রির হাতে চ্যাম্পিয়নস লিগের ট্রফি
সিটিতে প্রথম মৌসুমেই ট্রেবলজয়ী হলান্ড
খুশি বান্ধবীকে চুমু সিটি মিডফিল্ডার জ্যাক গ্রিলিশের
হলান্ড ও তাঁর বান্ধবী। এমন দিনে মাঠে চেয়ার পেতে তো বসাই যায়!
তুমি এলে, অনেক দিনের পরে যেন... পেপ গার্দিওলার হাতে চ্যাম্পিয়নস লিগ ট্রফি
চ্যাম্পিয়নস লিগ তো মাথায় করেই রাখতে হয়... এদেরসন যেভাবে রেখেছেন
ম্যানচেস্টার সিটির প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানো (বাঁয়ে) ও চেয়ারম্যান খালদুল আল মোবারকের সঙ্গে ট্রফি হাতে পেপ গার্দিওলা
ফাইনালের নায়ক রদ্রির সঙ্গে পেপ গার্দিওলা
বান্ধবীর সঙ্গে সিটি ডিফেন্ডার ম্যানুয়াল আকাঞ্জি
রুবেন দিয়াজ ও এদেরসনের হাতে চ্যাম্পিয়নস লিগের ট্রফি