ম্যানচেস্টার ইউনাইটেড ০ : ৩ বোর্নমাউথ
এভারটন ০ : ০ চেলসি
কোচ বদলেও যেন ভাগ্য বদলাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এরিক টেন হাগের জায়গায় এসে রুবেন আমোরিমও পারছেন না দলকে পথ দেখাতে। নিয়মিত বিরতিতে হেরেই চলেছে ওল্ড ট্রাফোর্ডের দলটি।
আজ বোর্নমাউথের বিপক্ষে তো রীতিমতো উড়েই গেল রেড ডেভিলরা। ঘরের মাঠে ইউনাইটেড হেরেছে ৩-০ গোলে। একই রাতে আরেক ম্যাচে চেলসিকে রুখে দিয়েছে এভারটন। এভারটনের মাঠে শেষ পর্যন্ত চেষ্টা করেও গোলের দেখা পায়নি ব্লুজরা। ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বলের দখল রাখা এবং শট নেওয়ায় প্রতিপক্ষ বোর্নমাউথের চেয়ে বেশ এগিয়েই ছিল ইউনাইটেড। ৬০ শতাংশ বদলের দখল রেখে ২৩টি শট নিয়েছে তারা। কিন্তু ম্যাচ জেতার জন্য আসল যে কাজ সেই গোলটাই করতে পারেনি।
অন্যদিকে কম সুযোগ তৈরি করেও ঠিকই বাজিমাত করেছে এ মৌসুমের অন্যতম চমক বোর্নমাউথ। প্রথমার্ধে দলের হয়ে গোল করেন দেজান হুইসেন। আর দ্বিতীয়ার্ধের গোল দুটি করেছেন জাস্টিন ক্লুইভার্ট ও আন্তোনে সেমেনয়ু। এর আগে গত ডিসেম্বরেও লিগ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে এসে একই ব্যবধানে ইউনাইটেডকে হারিয়েছিল বোর্নমাউথ।
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে ইউনাইটেড। কিন্তু তাদের আক্রমণগুলো বারবার খেই হারিয়েছে প্রতিপক্ষ রক্ষণের আশপাশে এসে। বিশেষ করে ফিনিশিংয়ে দলের আক্রমণভাগের খেলোয়াড়দের মানের অভাব ছিল স্পষ্ট। বদলি নামা আলেহান্দ্রো গারনাচো-রাসমুস হইলুন্দরাও গড়তে পারেননি পার্থক্য। যার ফলে শেষ পর্যন্ত বিব্রতকর এক হার নিয়েই মাঠ ছেড়েছে স্বাগতিকেরা।
আজকের হারের পর ১৭ ম্যাচ শেষে ৬ জয় ৪ ড্র ও ৭ হারে ২২ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ১৩ নম্বরে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ উঠে এসেছে পাঁচে। এই ম্যাচের পর ২৭ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ড্র করেও ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চেলসি।