মোহাম্মদ সালাহ, আর্লিং হলান্ড, কেভিন ডি ব্রুইনা, ক্রিস্টিয়ানো রোনালদো...ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠের লড়াইটা করেন তাঁরা। তারকা এসব খেলোয়াড়কে পরিচালনা করেন ইয়ুর্গেন ক্লপ, পেপ গার্দিওলা ও টমাস টুখেলের মতো কোচরা।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা মাঠের বাইরেও হয়। সালাহ, হলান্ড ও রোনালদোদের নিয়ে সেখানে লড়াই চালান প্রিমিয়ার লিগের অনুসারীরা। সেই খেলা আসলে প্রিমিয়ার লিগ ফ্যান্টাসিতে। তা প্রিমিয়ার লিগ ফ্যান্টাসির সেই লড়াইয়ে এ সপ্তাহের ম্যাচ দিবসে সালাহর একটি রেকর্ড ভেঙে দিয়েছেন হলান্ড।
গতকালের আগে ক্রিস্টাল প্যালেস ও নটিংহাম ফরেস্টের বিপক্ষে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ম্যান সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড। এরপর প্রিমিয়ার লিগ ফ্যান্টাসি গেমে তাঁকে অধিনায়ক করার হিড়িক পড়ে গেছে। এ সপ্তাহে হলান্ডকে অধিনায়ক করেছেন ৫৩ লাখ মানুষ। প্রিমিয়ার লিগ ফ্যান্টাসি গেমের একটি ম্যাচ দিবসে এত বেশি মানুষ এর আগে কাউকে অধিনায়ক করেনি।
এর আগে রেকর্ডটি ছিল লিভারপুলের ফরোয়ার্ড সালাহর অধিকারে। এক ম্যাচ দিবসে লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ডকে অধিনায়ক করেছিলেন ৫১ লাখ মানুষ।
প্রিমিয়ার লিগ ফ্যান্টাসি গেমের পয়েন্ট-মেশিন হয়ে ওঠা হলান্ড এ ম্যাচ দিবসে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি! অ্যাস্টন ভিলার মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ম্যান সিটি। পেপ গার্দিওলার দলের গোলটি করেছেন হলান্ডই। ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে বোনাসসহ ৯ পয়েন্ট দিয়েছেন তিনি। যাঁরা তাঁকে অধিনায়ক করেছেন, তাঁদের পয়েন্ট দ্বিগুণ হয়েছে।