দিয়েগো রসির (ডানে) জোড়া গোলে ইন্টার মায়ামিকে হারিয়েছে কলম্বাস ক্রু
দিয়েগো রসির (ডানে) জোড়া গোলে ইন্টার মায়ামিকে হারিয়েছে কলম্বাস ক্রু

লিগস কাপ

কলম্বাসে বিদায় মেসিহীন মায়ামির

গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির মায়ামি। ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।

সেই মেসি কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে এবারের লিগস কাপে খেলতে পারেননি। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া খেলা ইন্টার মায়ামিও যেতে পারল না বেশি দূর। বর্তমান চ্যাম্পিয়নরা বাংলাদেশ সময় আজ সকালে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্ট থেকে। শেষ ষোলোতে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি।

প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেই মেসির ক্লাবকে হারিয়েছে কলম্বাস। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যাওয়া মায়ামি ব্যবধানটা দ্বিগুণ করে ৬২ মিনিটে। দলকে দ্বিতীয় গোল এনে দেন আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ।

২–০ গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি
রয়টার্স

০-২ গোলে পিছিয়ে পড়া কলম্বাস ৩ মিনিটের মধ্যে ২ গোল করে সমতায় ফেরে। ৬৭ মিনিটে  যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস। আজ শেষ ষোলোর আরেকটি ম্যাচে মেক্সিকোর টাইগার্স ইউএএনএলকে ২-১ গোলে হারিয়েছেন নিউইয়র্ক সিটি।