অভিযোগ প্রমাণিত হলে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের কঠিন শাস্তি হতে পারে।
অভিযোগ প্রমাণিত হলে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের কঠিন শাস্তি হতে পারে।

পরিবারের সঙ্গে দেখা করতে লজ্জা পাচ্ছেন আলভেজ

ধর্ষণের মামলার অভিযোগ থেকে মুক্তি পেতে নতুন একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন দানি আলভেজ। ব্রাজিলিয়ান ডিফেন্ডার এই মুহূর্তে স্পেনের ব্রায়ান ২ জেলে আটক। বার্সেলোনার একটি নৈশ ক্লাবে এক নারীকে যৌন হয়রানির দায়ে অভিযুক্ত আলভেজের সঙ্গে সেখানে দেখা করেছেন তাঁর নতুন আইনজীবী ক্রিস্তোবাল মারতেল।

আলভেজের নতুন আইনজীবী চেষ্টা করছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার যেন জামিন পান। ‘মক্কেলের’ সঙ্গে দেখা করার পর স্প্যানিশ টিভি চ্যানেল আনতেনা ৩-এর সঙ্গে কথা বলেছেন মারতেল। সেখানে তিনি ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে কথোপকথনের বিষয়গুলো তুলে ধরেছেন।

অনেকেই বলছেন, আলভেজে তিন সময়ে তিন রকমের বক্তব্য দিয়েছেন। এ কারণেই তিনি ফেঁসে যেতে পারেন। এটা আলভেজ কেন করেছেন, সেই ব্যাখ্যায় মারতেল বলেছেন, ‘অভিযোগকারী ওই নারীর সঙ্গে আলভেজের দৈহিক সম্পর্ক সম্মতির ভিত্তিতেই হয়েছে। কিন্তু এটা জনসমক্ষে বলতে চাননি। কারণ, তিনি ভয় পাচ্ছিলেন, সবাই তাঁর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার বিষয়টি জেনে যাবে।’

আলভেজ সেটা না চাইলেই–বা কী! ২৩ বছর বয়সী নারীকে নৈশ ক্লাবে যৌন হয়রানির সব তথ্যপ্রমাণ যেদিন থেকে বেরিয়ে আসতে শুরু করেছে, তাঁর স্ত্রী স্প্যানিশ মডেল হোয়ানা সানজ তাঁকে অবিশ্বাস করতে শুরু করেছেন। এরই মধ্যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলভেজের সঙ্গে থাকা ছবিগুলো মুছে দিয়েছেন।

পুরো বিষয় নিয়ে আলভেজ খুব লজ্জা পাচ্ছেন। মারতেল বলেছেন, ‘তিনি চাইছেন না, পরিবারের সদস্যরা জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসুক। তাদের সেখানে দেখলে লজ্জা পাবেন আলভেজ।’