কে হবেন লিভারপুলের পরবর্তী কোচ—ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়ার ঘোষণা দেওয়ার পরই ফুটবল আকাশে ভাসছে এই প্রশ্ন। ঘুরেফিরে আসছে জাবি আলোনসো, রবার্তো দে জার্বি ও রুবেন আমোরিমের নাম। ক্লাবটির সমর্থকেরা অবশ্য চাইছেন, তাদের সাবেক ফুটবলার আলোনসোই লিভারপুলের কোচ হন।
আগামী মৌসুমে আলোনসোকে কোচ হিসেবে আর পাওয়া যাবে না—এই প্রস্তুতি নিয়ে রাখছে তাঁর বর্তমান ক্লাব বেয়ার লেভারকুসেনও। ফুটবল বাজারে এমনও খবর শোনা যাচ্ছে যে আলোনসো নাকি এরই মধ্যে মৌখিকভাবে লেভারকুসেনকে জানিয়ে রেখেছেন, আগামী মৌসুমে তিনি তাঁর সাবেক ক্লাবের একটিতে যেতে চান।
স্পেনের সাবেক মিডফিল্ডার আলোনসো খেলোয়াড়ি জীবনে রিয়াল সোসিয়েদাদ, এইবার, রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও বায়ার্ন মিউনিখে খেলেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ বছর করে তিনি খেলেছেন লিভারপুল ও রিয়ালে। রিয়ালে এই মুহূর্তে কোচ হিসেবে আছেন কার্লো আনচেলত্তি। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিও করেছেন ইতালিয়ান কোচ। আর বায়ার্নে এই মুহূর্তে কোচ টমাস টুখেলকে ছাঁটাইয়ের কোনো গুঞ্জন নেই। সেদিক থেকে জাবি যদি সাবেক ক্লাবে যাওয়ার কথা বলেই থাকেন, সেটা লিভারপুলই হওয়ার কথা।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লিভারপুলে খেলা আলোনসোকে নিয়ে অ্যানফিল্ডের ক্লাবটি কিছু বলেনি। সেটা অবশ্য এখনই বলার কথাও নয়। কটঅফসাইড নামের এক সংবাদমাধ্যমের প্রতিবেদক ক্রিস্টিয়ান ফক বলেছেন, ‘ইয়ুর্গেন ক্লপের পদত্যাগের ঘোষণার প্রভাব জার্মানিতেও আছে। লেভারকুসেন রেডসের কাছে জাবি আলোনসোকে হারানোর প্রস্তুতি নিচ্ছে।’
আলোনসো চলে গেলে লেভারকুসেনের কোচ কে হতে পারেন, সেটাও বলেছেন ক্রিস্টিয়ান ফক, ‘হান্সি ফ্লিককে তাঁর সম্ভাব্য উত্তরসূরি মনে করা হচ্ছে। কিন্তু তিনি আবার বার্সেলোনায় জাভির উত্তরসূরি হওয়ার ক্ষেত্রে তালিকার শীর্ষে আছেন।’