সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় মরক্কো
সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় মরক্কো

রেফারির বিরুদ্ধে ফিফার কাছে নালিশ মরক্কোর

বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালের রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে মরক্কো। গত বুধবার রাতের সে ম্যাচে ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে স্বপ্নযাত্রা থেমে যায় মরক্কোর। আফ্রিকান দেশটির অভিযোগ, সেমিফাইনালের রেফারি সিজার রামোস দুটি প্রাপ্য পেনাল্টি দেননি।

মরোক্কান ফুটবল অ্যাসোসিয়েশনের (এফআরএমএফ) এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি সিজার রামোসের খেলা পরিচালনার কিছু সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে তারা, ‘মরক্কো দলকে দুটি অকাট্য পেনাল্টি থেকে বঞ্চিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। যা বিশেষজ্ঞরা পেনাল্টি বলে মত দিয়েছেন। রেফারির সিদ্ধান্ত নিয়ে ভিএআর কোনো প্রতিক্রিয়া না দেখানোয় বিস্মিত এমআরএমএফ।’

জাতীয় দলের জন্য সঠিক ও ন্যায্য বিচার পেতে মরোক্কান ফুটবল ফেডারেশন সব চেষ্টাই করে যাবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। যুক্তরাজ্যের ডেইলি মেইলের খবরে বলা হয়, যে দুটি পেনাল্টি নিয়ে অভিযোগ, তার একটি প্রথমার্ধে।

ফ্রান্সের বক্সে ফরাসি ডিফেন্ডার থিও এরনান্দেজের সঙ্গে সংঘর্ষ হয়েছিল মরক্কো ফরোয়ার্ড সোফিয়ান বুফালের। ফ্রান্সের বক্সে ওই ঘটনায় এরনান্দেজকে আক্রমণাত্মক দেখা গেলেও হলুদ কার্ড দেওয়া হয় বুফালকে।

বিবিসি স্টুডিওতে থাকা সাবেক ইংল্যান্ড ফুটবলার রিও ফার্দিনান্দ তখন মন্তব্য করেন, ‘মাঠের যে প্রান্তেই ঘটুক, আমার মতে এটা ফাউল। তাহলে ডি বক্সে ফাউল হওয়ার পরও পেনাল্টি দেওয়া হলো না কেন? উল্টো হলুদ কার্ড দেখানো কোনোমতেই ঠিক হয়নি।’

ফ্রান্সের কাছে হেরে ফাইনালের স্বপ্ন থমকে যাওয়া মরক্কো আগামীকাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ফ্রান্স আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলবে রোববার।