‘এই ছবিটাই বলে দেয় ব্রাজিলে পরিবার-পরিজনের সঙ্গে কেমন ছিলাম। ছুটি শেষ। এখন সেরে ওঠার দিকে মনোযোগ দেওয়ার সময়, যাতে (আগামী) মৌসুমটা দুর্দান্ত কাটে। এখন এগিয়ে যাওয়ার পালা’—সামাজিক যোগাযোগমাধ্যমে কাল একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে কথাগুলো লিখেছেন নেইমার।
পায়ের অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষে ব্রাজিল থেকে পিএসজিতে ফিরেছেন। যোগ দিয়েছেন দলের সঙ্গে। কিন্তু ব্রাজিলে ফেলে আসা জীবন মনে পড়ছে খুব। হয়তো তাই এমন স্মৃতিকাতর পোস্ট। গত ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ‘আ’-এর ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে গুরুতর চোট পান নেইমার। এতে তাঁর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। যেতে হয় শল্যবিদের ছুরি-কাঁচির নিচে। মার্চে কাতারে অস্ত্রোপচার করানোর পর সারিয়ে তোলার প্রক্রিয়ায় ছিলেন।
তবে লেকিপ যে প্রতিবেদন করেছে, তা নেইমার ভক্তদের জন্য মনে স্বস্তি ফেরাতে পারেনি। ফরাসি ক্রীড়া দৈনিকটি জানিয়েছে, নেইমারের পায়ে সাম্প্রতিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর দ্রুত পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া ও পূর্ণোদ্যমে খেলার সক্ষমতা নিয়ে সন্দেহ জেগেছে। পিএসজি তাঁর চোটের সর্বশেষ অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
২০১৭ সালে দলবদলের বিশ্ব রেকর্ড (২২ কোটি ২০ লাখ ইউরো) গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। তবে ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, শুধু দলবদলেই নয়; চোটেও গড়েছেন রেকর্ড। গত এক দশকে রেকর্ড ৩৩ বার চোটে পড়েছেন এই ফরোয়ার্ড। সব মিলিয়ে মাঠের বাইরে ছিলেন ১০২৩ দিন।
লেকিপ বলছে, চোটে পড়ে মৌসুম শেষ হয়ে যাওয়ার পর নেইমারের পূর্ণোদ্যমে ফিরে আসার পথ কঠিন। দ্রুত ফিরতে চাইলে চিকিৎসক দলের পাশাপাশি তাঁকেও ধৈর্য ও ত্যাগের মানসিকতা থাকতে হবে এবং চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
তবে নেইমার দলের সঙ্গে যোগ দেওয়ায় একটা বিষয় পরিষ্কার, হয়তো তিনি পিএসজিতেই থেকে যেতে চাচ্ছেন। নতুন সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে কাল ফ্রান্সের পতাকার ইমোজি ও ব্যক্তিগত বিমানের ছবি দিয়ে সেই ইঙ্গিতও দিয়েছেন।
যদিও কিছু দিন ধরেই নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণার মধ্য দিয়ে প্যারিসের ক্লাবটির ‘এমএনএম’ আক্রমণ ত্রয়ী ভেঙে গেছে। কিলিয়ান এমবাপ্পেও গ্রীষ্মকালীন দলবদলেই নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন।
তবে নেইমারের থেকে যাওয়ার অন্যতম কারণ হতে পারে পিএসজির নতুন কোচ হিসেবে লুইস এনরিকের আগমন। এনরিকের অধীনই বার্সেলোনায় সোনালি সময় পার করে এসেছেন নেইমার। ২০১৪-১৫ মৌসুমে জিতেছেন ট্রেবল। পুরোনো গুরুর সঙ্গে আবারও জুটি গড়ে তোলার সুযোগ আসাতেই হয়তো পিএসজিতে থেকে যেতে পারেন। তা ছাড়া ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ এখনো দুই বছর বাকি।
এ বছর প্রাক্-মৌসুম প্রস্তুতি নিতে জাপান সফরে যাচ্ছে পিএসজি। শেষ মুহূর্তে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে পারলে জাপানেই পিএসজির হয়ে মাঠে নামতে পারেন নেইমার। ২৫ জুলাই ওসাকায় নেইমারদের প্রতিপক্ষ কে জানেন? ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।