আনকোরা জায়গা, মানিয়ে নিতেও তো একটু সময় লাগে। কিন্তু কিলিয়ান এমবাপ্পের কাছে রিয়াল মাদ্রিদ সমর্থকদের প্রত্যাশা এতটাই বেশি যে তাঁকে এতটুকু সময় দিতেও রাজি নন তাঁরা! তাই তো এক ম্যাচে গোল পাননি বলে এমবাপ্পের দিকে রিয়াল সমর্থকদের দিক থেকে ছুটে যাচ্ছে সমালোচনার তীক্ষ্ণ তির।
রিয়ালের জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন এমবাপ্পে। তাঁর সেই গোলে আতালান্তার বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। উয়েফা সুপার কাপের শিরোপা জয়ের পর গতকাল লা লিগায়ও অভিষেক হয়েছে এমবাপ্পের। কিন্তু রিয়াল মায়োর্কার বিপক্ষে লা লিগায় অভিষেকটা ভালো হয়নি তাঁর। দলও ড্র করেছে ১-১ গোলে।
শুধু গোল করতে ব্যর্থ হওয়াই নয়, মায়োর্কার বিপক্ষে এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। তেমন কোনো গোলের সুযোগই তৈরি করতে পারেননি ফরাসি স্ট্রাইকার। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকবারই লড়াইয়ে বল হারিয়েছেন তিনি। সব মিলিয়ে এমবাপ্পের সমালোচনায় সরব সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকগোষ্ঠী।
কেউ কেউ এমবাপ্পেকে বলছেন নতুন এডেন হ্যাজার্ড। চড়া দামে কেনা বেলজিয়াম ফরোয়ার্ড রিয়ালে চার মৌসুম খেলে ছিলেন চরম ব্যর্থ। অনেকে আবার পিএসজিতে এমবাপ্পের গোলবন্যার বিষয়টি উল্লেখ করে বলতে চেয়েছেন, ফরাসি স্ট্রাইকার টের পাচ্ছেন যে লা লিগা কতটা কঠিন জায়গা।
রিয়ালের সমর্থকদের একটা অংশ ‘ফ্যান@ইউনাইটেড_মাচে’ নামের একটি এক্স আইডি থেকে এমবাপ্পের সমালোচনা করে লিখেছে, ‘(এডেন) হ্যাজার্ড ২.০। শুরুতে আপনি এখানে এটাই দেখলেন।’ আরেকজন সমর্থক হতাশা প্রকাশ করেছেন এভাবে, ‘এমবাপ্পে, বেঞ্চে থাকাই ভালো, ব্যাপার না। লজ্জাজনক এলোমেলো পারফরম্যান্স...সত্যি বলছি, দুই ঘণ্টা সময় কী বাজেই না কেটেছে!’
এক রিয়াল সমর্থক তো মায়োর্কার বিপক্ষে রিয়ালের একাদশ নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন, ‘এটা অনেকটা এ রকম যে তিনজন লেফট উইঙ্গার খেলছে, বাজে পরিকল্পনা।’ এমবাপ্পেকে সবচেয়ে বড় আক্রমণটা হয়তো করা হয়েছে ‘ইউনিভার্সো এফসিবার্সেলোনা’ নামের ভেরিফায়েড একটি এক্স আইডি থেকে, ‘এমবাপ্পে টের পাচ্ছে যে সে এমন একটি লিগে এসেছে, যেটা ফারমার্স লিগ নয়।’ ফ্রেঞ্চ লিগ আঁতে শুধু পিএসজির আধিপত্যের কারণে অনেকেই এটাকে ফারমার্স লিগ বলে ডাকে!