চলছে দিন গণনা। আর মাত্র কয়েকটি দিন পরই শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের অন্যতম আয়োজন কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে বরাবরের মতো এবারও ফেবারিট ফুটবলের দুই পরাশক্তি ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এরই মধ্যে কোপা আমেরিকার শিরোপা কার হাতে উঠতে পারে, তা নিয়ে শুরু হয়ে গেছে নানা জল্পনাকল্পনা।
এ প্রতিযোগিতা সামনে রেখে প্রস্তুত হচ্ছে দুই দলের ভক্তদের লড়াইয়ের মঞ্চ সামাজিক যোগাযোগমাধ্যমও, যেখানে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার অন্য এক লড়াইয়ে মেতে উঠবেন দুই দলের ভক্ত–সমর্থকেরাও। এর মধ্যে কোপা আমেরিকা সামনে রেখে নিজেদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। বলেছেন, এই মুহূর্তে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে ব্রাজিলের। পাশাপাশি যেকোনো টুর্নামেন্টে ব্রাজিল সব সময় ফেবারিট বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময় ব্রাজিল–আর্জেন্টিনার ফুটবল হেঁটেছে উল্টো পথে। আর্জেন্টিনা যেখানে একের পর এক সাফল্য পেয়েছে, ব্রাজিল একপর্যায়ে পৌঁছে গিয়েছিল তলানিতে। কোচ নিয়ে টানাপোড়েন ও মাঠের দুর্দশা কোণঠাসা করে দিয়েছিল ব্রাজিলকে। তবে দরিভাল জুনিয়রের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যে পথে কোপা আমেরিকা হতে পারে প্রত্যাবর্তনের দারুণ এক মঞ্চ। আর পরিস্থিতি যেমনই হোক, ব্রাজিল সব সময় ফেবারিট বলে মনে করেন দলটির তারকা ফুটবলার রদ্রিগো। তিনি বলেন, ‘প্রতিটি প্রতিযোগিতায়, প্রতিটি ম্যাচে ব্রাজিল সব সময় ফেবারিট।’
তবে বর্তমান সময়ে ব্রাজিল যে আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে, তা–ও মেনে নিয়েছেন তিনি, ‘হ্যাঁ, অবশ্যই আমরা আর্জেন্টিনার পেছনে আছি। তারা বিশ্বচ্যাম্পিয়ন, কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নও।’
তবে পরিস্থিতি বদলাতে দৃঢ়প্রত্যয়ী এই রিয়াল মাদ্রিদ তারকা, ‘পরিস্থিতি বদলানোর সামর্থ্য আমাদের আছে। ব্রাজিলকে আবারও দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের সেরা দল বানানো সম্ভব।’
২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। অন্য দিকে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৫ জুন, কোস্টারিকার বিপক্ষে। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ২৯ জুন এবং ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে তারা।