লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ডেকলান রাইসের শেষ মুহূর্তের গোলে লুটন টাউনকে হারিয়েছে আর্সেনাল
লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে ডেকলান রাইসের শেষ মুহূর্তের গোলে লুটন টাউনকে হারিয়েছে আর্সেনাল

প্রিমিয়ার লিগ

৯০তম মিনিট ও এরপরে গোল করে জয় যাদের অভ্যাস

কেনিলওর্থ রোডের লুটন টাউন-আর্সেনাল ম্যাচ তখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায়। ৯৬তম মিনিট পর্যন্ত ম্যাচ ৩-৩ সমতায়। নবাগত লুটন যখন এক পয়েন্ট পাওয়া থেকে অল্প কিছুক্ষণ দূরে, তখনই ৯৭তম মিনিটে ডেকলান রাইসের গোল।

যে গোলে আর্সেনাল লুটনকে হারিয়ে দেয় ৪-৩ ব্যবধানে। রাইসের গোলটি ছিল এবারের মৌসুমে ৯০ মিনিটের পর জয় নির্ধারক ১২তম গোল। শুধু এবারের আসরই নয়, প্রিমিয়ার লিগের প্রতিটি আসরেই ম্যাচের শেষ দিকে জয় নির্ধারণ করে দেওয়া বেশ কয়েকটি গোলের সাক্ষী হয়। এ ক্ষেত্রে কিছু ক্লাব শেষ মিনিটে গোল করে ম্যাচ জেতাকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছে। আবার কিছু ক্লাব শেষ দিকে রক্ষণে ঢিলেমি করে প্রচুর গোলও হজম করেছে।

৪২
৯০তম মিনিট বা এরপরে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে লিভারপুল।

ফুটবলের তথ্য-উপাত্ত সংরক্ষণকারী প্রতিষ্ঠান অপটার হিসাব অনুযায়ী, প্রিমিয়ার লিগ ইতিহাসে শেষ মিনিটের গোলে সবচেয়ে বেশি ম্যাচ জিতে নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডের দলটি এখন পর্যন্ত ৪২টি ম্যাচে জয় তুলেছে ম্যাচের ৯০তম মিনিট বা এরপরে গোল করে, যার সর্বশেষটি এসেছে গত আগস্টে নিউক্যাসলের বিপক্ষে। সেদিন সেন্ট জেমস পার্কে ভার্জিল ফন ডাইকের লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়া লিভারপুলকে শেষ মুহূর্তের গোল করে জিতিয়ে দেন বদলি নামা দারউইন নুনিয়েজ।

আগস্টে নিউক্যাসলের বিপক্ষে লিভারপুল জিতেছে নুনিয়েজের শেষ মুহূর্তের গোলে

তালিকায় পরের অবস্থানে আর্সেনাল। লুটনের বিপক্ষের রাইসের গোলটি ছিল গানারদের হয়ে শেষ মিনিটে ৩২তম গোল, চলতি মৌসুমে পঞ্চম। এর মাধ্যমে একটি রেকর্ডও করেছে আর্সেনাল। এর আগে প্রিমিয়ার লিগের এক মৌসুমে শেষ মিনিটে সর্বোচ্চ ৪টি গোল করার কীর্তি ছিল ৭ দলের। এবার মৌসুমের অর্ধেক পথ পার হওয়ার আগেই রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিয়েছে আর্সেনাল।

গানারদের পরের অবস্থানে আছে টটেনহাম, যে দলটি ৩১ গোল নিয়ে তৃতীয় স্থানে। সেরা পাঁচের বাকি দুটি জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড (২৯) ও চেলসি (২৬)।

শেষ মুহূর্তের গোলে হারাটা অভ্যাস টটেনহামের

কারও কারও শেষ মিনিটে গোল দিয়ে ম্যাচ জিতে নেওয়া মানে অন্য কারও শেষ মিনিটের গোলে হেরে যাওয়া। ম্যাচের শেষ দিকে গোল হজম করে হারের দিক থেকে শীর্ষ নাম টটেনহাম। এখন পর্যন্ত ২৭ বার ম্যাচের ৯০তম বা এরপরের দিকে গোল হজম করেছে স্পাররা। যার সর্বশেষ ঘটনাটি গত মাসে উলভসের বিপক্ষে। সেদিন দ্বিতীয়ার্ধে গোল করে টটেনহাম এগিয়েছিল ১-০ ব্যবধানে। কিন্তু উলভসের পাবলো সারাবিয়া ৯১তম মিনিটে এবং মারিও লেমিনা ৯৭তম মিনিটে গোল করে টটেনহামের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন।

শেষ দিকে ম্যাচ হাতছাড়ায় ওপরের দিকে থাকা বাকি দলগুলো হচ্ছে অ্যাস্টন ভিলা (২৪), এভারটন (২০), ফুলহাম (২০) ও ম্যানচেস্টার সিটি (১৯)।

রেকর্ড ১৩ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মিনিটে গোল হজম করে ম্যাচ হেরেছে মাত্র ৫টি। যার মাত্র একটি স্যাল অ্যালেক্স ফার্গুসন আমলে, ২০০৭ সালে আর্সেনালের থিয়েরি অঁরির গোলে।