ফ্রান্স খেলছে, কিন্তু নেই আঁতোয়ান গ্রিজমান!
আগামী শনিবার এমন বিস্ময়কর কিছুই দেখতে যাচ্ছে ফুটবল-বিশ্ব। ওই দিনই যে ২০১৭ সালের পর প্রথমবার গ্রিজমানকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলবে ফ্রান্স। গত সাত বছরে ফ্রান্সের হয়ে টানা ৮৪টি ম্যাচ খেলা গ্রিজমান গতকাল চোটের কারণে ছিটকে গেছেন জাতীয় দল থেকে। ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে এই খবর।
ফুটবলের তথ্য পরিসংখ্যান-বিষয়ক ওয়েবসাইট স্কোয়াকা তাদের ইনস্টাগ্রাম পেজে গত বছরের অক্টোবরে জানিয়েছিল ফুটবলে টানা আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটা গ্রিজমানেরই। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রান্সের হয়ে টানা ৮১ ম্যাচ খেলার পরই রেকর্ডটার কথা জানিয়েছিল স্কোয়াকা। তবে গ্রিজমান কার রেকর্ড ভেঙেছিলেন সেটি উল্লেখ ছিল না।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বিলি রাইট ১৯৫১ থেকে ১৯৫৯ সালের মধ্যে টানা ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ইংল্যান্ডের রেকর্ড হিসেবে এখনো টিকে আছে সেটি। আন্তর্জাতিক ফুটবলে গ্রিজমান কার রেকর্ড ভেঙেছিলেন, সেটি ঠিকঠাক বলা না গেলেও ফ্রান্সের কার রেকর্ড ভেঙেছেন, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে। ফ্রান্সের হয়ে টানা ম্যাচ খেলার রেকর্ডটা গ্রিজমান কেড়েছিলেন প্যাট্রিক ভিয়েরার কাছ থেকে। সাবেক আর্সেনাল তারকা ভিয়েরা জাতীয় দলের হয়ে খেলেছিলেন টানা ৪৪টি ম্যাচ।
গ্রিজমানকে ছাড়া ফ্রান্স সর্বশেষ ম্যাচ খেলেছে ২০১৭ সালের ১৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে। পরের মাসেই নেদারল্যান্ডসের বিপক্ষে দলে ফিরেই একটি গোল করে ও আরেকটি করিয়ে দলকে ৪-০ ব্যবধানের জয় এনে দিয়েছিলেন গ্রিজমান। সেই থেকে টানা ৮৪টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী আতলেতিকো মাদ্রিদ তারকা। গ্রিজমান ফ্রান্সের হয়ে ১২৭ ম্যাচে গোল করেছেন ৪৪টি। ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও সবচেয়ে বেশি গোল—দুই তালিকাতেই চতুর্থ স্থানে আছেন গ্রিজমান।
সেই গ্রিজমান অ্যাঙ্কেলের চোটে ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে লাৎসিওর মাতেও গেনদুজিকে দলে ডেকেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মার্চের আন্তর্জাতিক বিরতিতে আগামী শনিবার জার্মানির বিপক্ষে খেলার পর ২৬ মার্চ চিলির বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসিরা। ২০২৪ ইউরোর আগেই এ দুটিই ফ্রান্সের সর্বশেষ প্রস্তুতি ম্যাচ।
অ্যাঙ্কেলের চোটে ভোগা গ্রিজমান লা লিগার দল আতলেতিকোর হয়ে চারটি ম্যাচ মিস করার পর গত সপ্তাহে মাঠে ফেরেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে গোলও পেয়েছেন। পিছিয়ে পড়েও তাঁর দল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এরপর রোববার বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচেও দ্বিতীয়ার্ধে খেলেছিলেন গ্রিজমান।
তবে ফ্রান্স জাতীয় দলের চিকিৎসকের পরামর্শেই দেশম তাঁর ‘অপরিহার্য’ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন। ফরাসি কোচ দিদিয়ের দেশম কাল গ্রিজমানের বাদ পড়া নিয়ে কথা বলেছেন, ‘আঁতোয়ান (গ্রিজমান) গত রাতে (পরশু) ৪৫ মিনিট খেললেও ওর অ্যাঙ্কেলে সমস্যা রয়ে গেছে। আঁতোয়ানের মানের খেলোয়াড়ের বিকল্প তো আমরা খুঁজে পাব না। পজিশন অনুযায়ী বিকল্প খেলোয়াড় খুঁজে পাওয়া খুব, খুব কঠিন কাজ।’